ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার,অস্ত্র উদ্ধার

Exif_JPEG_420
Exif_JPEG_420

এম.মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই মামলার আসামি সরওয়ার কামাল (২২) নামের এক চিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।পরে পুলিশকে চিনতাইকারী দেয়া জিজ্ঞাসাবাদে তার তথ্যের ভিত্তিতে ডেমুশিয়া এলাকার গোদার ঘোনা অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শ্যুটার অস্ত্র উদ্ধার করেন।ধৃত চিনতাইকারী উপজেলার বদরখালী ১নম্বর ব্লকের মাঝের পাড়া এলাকার আবদু ছত্তারের পুত্র।শুক্রবার(২ফেব্রুয়ারী) ভোর রাত তিনটার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করা করেছে।

জানা গেছে, চলতি বছরের ২৫জানুয়ারী রাত্রে উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও মহিলা আওয়ামী সভানেত্রী আরজ খাতুন গোদা মেরামতের শ্রমিকের টাকা উত্তোলন করে সিএনজি যোগে ডেমুশিয়া তার বাড়িতে যাওয়ার পথে গান্ধির পাড়া রাস্তার উত্তরে বেলাল মাষ্টারে ঘাটার দক্ষিণ এলাকায় মোড়ে ৮/১০জন দূর্বৃত্ত হামলা চালিয়ে সিএনজিসহ ৪টি গাড়ী গতিরোধ করে নগদ ১লক্ষ৫০হাজার টাকা ও তার ব্যবহ্নত স্বর্ণলংকার ছিনতাই করে নিয়ে যায় দূর্বৃত্তরা।এনিয়ে ভুক্তভোগী আরজ খাতুন বাদী হয়ে ৮জনকে অভিযুক্ত আরো ৪/৫জন অজ্ঞাত দেখিয়ে থানায় মামলা দায়ের করেন।মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ওই মামলার এজাহার নামীয় চার নম্বর আসামী সরওয়ার কামাল নামের এক ছিনতাইকারীকে শুক্রবার ভোররাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানাগেছে,সম্প্রতি ছিনতাই ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামী সরওয়ার কামাল পুলিশের কাছে দেয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে  তথ্য অনুযায়ী উপকূলীয় বদরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অরুণ কান্তি চাকমা ও থানার উপপরিদর্শক এস আই জুয়েলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ডেমুশিয়া ইউনিয়নস্থ গোঁদারপাড় কিবরিয়া মাছের প্রজেক্ট খামার থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শ্যুটার বন্ধুক উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানান,পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতি, ছিনতাই,অস্ত্রসহ বিভিন্ন মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে।সে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন চিংড়ি ঘেরে ডাকাতি, ছিনতাই করে আসছিল।পুলিশের কাছে দেয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছিনতাইকারী তথ্যের ভিত্তিতে একটি অস্ত্র উদ্ধার করা হয়।অস্ত্র উদ্ধার নিয়ে ধৃত আসামীর বিরুদ্ধে থানার এস আই অরুণ কান্তি চাকমা বাদী হয়ে সংশ্লিষ্ট আইনের মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পাঠকের মতামত: