ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় চোরাই সেগুন কাঠভর্তি মিনিপিক আপ গাড়িটি আটক

aaaaaaমনির আহমদ, চকরিয়া :::
চকরিয়ার ফাসিয়াখালী বন থেকে চুরি করে নেবার পথে সেগুন কাঠভর্তি  মিনিপিক আপ গাড়ি আটক করেছে বনকর্মিরা। আজ ভোরে বিট কর্মকর্তা জাকের হোসেনের নেতৃত্বে ধাওয়া করে মহাসড়কের ফাসিয়াখালি রাস্তার মাথা এলাকা থেকে গাড়ীটি জব্দ করা হয়। এসময় গাড়ীতে বড় সাইজের ৫ টুকরো সেগুনকাঠ পাওয়া যায়।
বনকর্তৃপক্ষ জানান,আজ ভোরে রিংভং দরগাহ্ গেইট এলাকার হেড়ম্যান নুরুল আমিন বাদশাহ নিজের এলাকার সেগুন বাগান  থেকে রাতের আঁধারে কেটে স্থানীয় একই এলাকার মনির এর পুত্র ইছহাকের গাড়ীতে করে চকরিয়া অভিমুখে গাড়ী ভর্তি সেগুন কাঠ নিয়ে যাচ্ছে এ খবর পেয়ে অভিযান চালায় বনকর্মিরা।
নেবার পথে বিট কর্মকর্তা জাকের হোসেনের নেতৃত্বে ভিলেজার মানিক সহ বনকর্মিরা ধাওয়া করে ভোর ৫টায় মহাসড়কের ফাসিয়াখালি রাস্তার মাথা এলাকা থেকে গাড়ীটি জব্দ করা হয়। কাঠসহ গাড়ীটি আটক করে ফাসিয়াখালী বনরেঞ্জ এলাকায় নিয়ে রাখা হয়েছে।

পাঠকের মতামত: