ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চকরিয়ায় চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ২

এম.মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারে চকরিয়ায় ৪টি চোরাই গরুসহ চোর সিন্ডিকেটের ২মহিলা সদস্যকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কোনাখালী ইউনিয়নের মরণঘোনা পূর্ব পাড়া থেকে চোরাই গরু উদ্ধার করা হয়। এসময় চোর সিন্ডিকেটের ২ মহিলা সদস্যকে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই অরুণ কুমার চাকমা তাদের আটক করেছেন।
সূত্র জানায়, দক্ষিণ চট্টগ্রামে একটি বিশাল চোর সিন্ডিকেট চকরিয়া উপজেলায় রয়েছে। তারা পুলিশি অ্যাকশন এড়াতে এখন নতুন কৌশল অবম্বন করে চুরি কাজে মহিলাদের ব্যবহার করছেন। ফলে আড়ালে থেকে গরু চোরের মুল হোতারা পার পেয়ে যাচ্ছেন।
এঘটনা গরুর মালিক পেকুয়া উপজেলার গোয়াখালীর মাতব্বর পাড়ার আবু আকতারের পুত্র মোহাম্মদ ইকবাল বাদী হয়ে চকরিয়ায় থানায় চোর সিন্ডিকেটের ২মহিলা আসামী করে মামলা দায়ের করেছেন। আটককৃতরা হলেন, চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা নবাব মিয়ার স্ত্রী রোকেয়া বেগম (৪২) ও একই এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী মনোয়ারা বেগম প্রকাশ ছমুদা বেগম।
গরুর মালিক মোহাম্মদ ইকবাল বলেন, পেকুয়া উপজেলা গোয়াখালী মাতব্বর পাড়ার বিলে চরণ ভূমিতে আমার পালিত ৪টি গরু ছেড়ে দিলে সন্ধ্যার পর থেকে গরুগুলো খোঁজ পাওয়া যায়নি। পরে অনেক খোঁজাখুঁজির পর গোপন সূত্রে খবর পেয়ে কোনাখালীর মরণঘোনার এক বাড়িতে গরুগুলোর সন্ধান পাওয়ার পর আইনী সহায়তার মাধ্যমে উদ্ধার করি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পেকুয়া চুরি হওয়া ৪টি গরু থানার উপপরির্দশক অরুণ কুমার চাকমা কোনাখালী ইউনিয়নের মরণঘোনা থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় চোর সিন্ডিকেটের ২মহিলা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে গরুর মালিক বাদী হয়ে মামলা দায়ের করেছে।

###########
চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

এম.মনছুর আলম, চকরিয়া :
ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশে প্রথমবারের মতো পালিত হলো ‘ডিজিটাল বাংলাদেশ দিবস। এরই আলোকে কক্সবাজারের চকরিয়ায় (১২ডিসেম্বর) বুধবার সকালে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়ছে। দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌরশহরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এস এম মনজুর আলমের সভাপতিত্বে ও উপজেলা টেকনিশিয়ান এরশাদুল হক সঞ্চলনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.আতিক উল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস, চকরিয়া কোরক বিদ্যাপীঠ প্রধান শিক্ষক নুরুল আখের, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক প্রমূখ।এদিন সকালে দিবসটি নিয়ে বিভিন্ন প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়।অনুষ্টান শেষে প্রধান অতিথি ২০১৮ সালে ডিজিটাল সেবায় অবদান রাখার জন্য শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ( মাল্টিমিডিয়া ক্লাস রুম) চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ ইউপি সচিব – ডুলাহাজারা ইউপি সচিব হুমায়ুন কবির, শ্রেষ্ঠ ডিজিটাল সেন্টার -বরইতলী ইউনিয়ন ডিজিটাল সেন্টার, শ্রেষ্ঠ উদ্যোক্তা- রূপম নাথ, ফাসিয়াখালী ইউনিয়ন ডিজিটাল সেন্টার, শ্রেষ্ঠ ফ্রিল্যান্সার- তাবিনুল ইসলাম, শিমসন বাঢ়ে, মোরশেদুল ইসলাম সোহেল সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও স্কুল পর্যায়ে রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার প্রদান করা হয়।

পাঠকের মতামত: