চকরিয়া অফিস ::
চকরিয়ায় থানা পুলিশের অভিযানে চিংড়িঘের কর্মচারী নুরুল ইসলাম হত্যা মামলার এজাহারনামীয় আসামী নুরুল কাদেরকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে পুলিশের একটিদল অভিযান চালিয়ে চট্রগ্রামের লোহাগাড়া উপজেলা বড় হাতিয়া ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত নুরুল কাদের উপজেলার শাহারবিল ইউনিয়নের কোরালখালী পালিয়া পাড়া এলাকার মৃত ইছহাক আহমদের ছেলে।
চকরিয়া থানার এস আই গৌতম সরকার জানান, গত ২৬জুন চকরিয়া উপজেলার রামপুর চিংড়িজোনে ঘেরের বিরোধের জের নিয়ে নুরুল ইসলাম নামের একব্যক্তিতে গুলি করে হত্যা করা হয়। নুরুল ইসলাম উপজেলার শাহারবিল ইউনিয়নের কোরালখালী দক্ষিন পালিয়া পাড়া এলাকার ওয়াহেদ আলির ছেলে। এ এঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নুরুল ইসলাম খুনের পর এজাহারনামীয় আসামিরা গ্রেফতার এড়াতে গা-ঢাকা দেয়। এ অবস্থায় বুধবার রাতে থানা পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি নুরুল কাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন।
পাঠকের মতামত: