ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

৫টি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় চালের মূল্য স্হিতিশীল রাখতে ভ্রাম্যমাণ অভিযান

জিয়াউল হক জিয়া, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় চালের মূল্য স্হিতিশীল ও নিয়ন্ত্রণ রাখতে আতড়দার,ডিলার ও রাইচ মিলে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (৬ জুন) সকাল ১০টা দুপুর পৌন ১টা পর্যন্ত চকরিয়ার পৌরশহরে অভিযানটি পরিচালনা করেছেন,উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।

অফিস সূত্রে জানা গেছে,চকরিয়ায় চালের মূল্য স্হিতিশীল ও নিয়ন্ত্রণ রাখতে, পৌরশহরস্হ থাকা আড়তদার, ডিলার ও মজুদ রাখা রাইচ মিলে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।দামে অস্হিতিশীল বা ক্রয় ক্ষমতার বাহিরে থাকা এমন ৫টি প্রতিষ্ঠানকে মোট ৪২হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ অভিযানের বিষয়ে প্রেস ব্রিফিংনে উপজেলা নির্বাহী অফিসার, জেপি দেওয়ান বলেন ”চালের মূল্য বৃদ্ধিতে সিন্ডিকেট কারসাজি রোধ। চালের বাজার মূল্য স্হিতিশীল বা স্বাভাবিক রাখার লক্ষে পাইকারী আড়ত, খুচরা চাল বিক্রেতা ও রাইচ মিলে অভিযান পরিচালনা করা হয়েছে।এসময় ৫টি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়।

এছাড়াও অবৈধ মজুতদার চিহৃিত করণে উপজেলা প্রশাসন কঠোর থাকবে।সর্বপুরি চালের বাজার নিয়ন্ত্রণ রাখতে উপজেলার ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

পাঠকের মতামত: