পেকুয়া প্রতিনিধি :
চকরিয়ায় ম্যাজিক চালকের স্ত্রীকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। কমান্ডো স্টাইলে চালকের বাড়িতে হানা দেয় তারা। এ সময় চালকের স্ত্রীকে রশি দিয়ে বেঁধে অমানসিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে ওই গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে মারাত্মক আহত করে। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা লুট করে তারা। গত ২৩ অক্টোবর রাত ৭ টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচান্দা মছন্নাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জখম গুরুতর হওয়ায় ওইদিন তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। আহত ওই গৃহবধূর নাম রাজিয়া বেগম(২৫)। তিনি ওই এলাকার মোহাম্মদ রেজাউল করিমের স্ত্রী বলে জানা গেছে। তার স্বামী পেশায় একজন ম্যাজিক চালক। স্থানীয়রা জানায়, ওই দিন রাতে রাজিয়া বেগম বাড়িতে রান্নাবান্নার কাজ করছিলেন। মছন্নাকাটা দুর্গম পাহাড়ী এলাকায় তাদের বসবাস। ওই দিন রাত ৭ টার দিকে একই এলাকার মৃত দলিল ড্রাইভারের পুত্র আনু মিয়া, আবদু শুক্কুরের ছেলে মুহাম্মদ শহিদুল্লাহ, নুরুল হকের ছেলে নজরুল সহ কয়েকজন দুবৃর্ত্ত ম্যাজিক চালক রেজাউল করিমের বাড়িতে হানা দেয়। এ সময় কমান্ডো স্টাইলে তারা কুপিয়ে ও পিটিয়ে তার স্ত্রী দুই সন্তানের জননী রাজিয়া বেগমকে জখম করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা কু মানসে ওই নারীকে একা দেখতে পেয়ে পাহাড়ী এ বাড়িতে ঢুকে পড়ে। এ সময় মারাত্মক উত্তেজিত অবস্থায় তারা ওই গৃহবধূকে রশি দিয়ে হাত পা বেঁেধ ফেলে। এক পর্যায়ে ওই নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে বর্বরতার চেষ্টা চালানো হয়। এ সময় সম্ভ্রম বাঁচাতে এ নারী আর্তচিৎকার করছিলেন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ওই স্থানে এসে জড়ো হন। হামলাকারীরা দ্রুত ওই স্থান ত্যাগ করেন। এ ব্যাপারে রাজিয়া বেগমের স্বামী ম্যাজিক চালক রেজাউল করিম জানায়, তারা ডাকু প্রকৃতির লোক। প্রায় সময় লোকজনকে ভীতিতে রাখেন। পাহাড়ে অনেক নারীর সম্ভ্রম বিনষ্ট করেছে তারা। ওই দিন আমার স্ত্রীকে নিপীড়ন চালাতে বাড়িতে হানা দেয়। তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
পাঠকের মতামত: