ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

চকরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার বসতবাড়ি পুড়ে ছাই

coxsbazar-pict-24-12-2016শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার  ॥

কক্সবাজারের চকরিয়ায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ৪টি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবাল দিবাগত রাত ২ টার দিকে চকরিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডস্থ সালাম মাস্টার পাড়ায় ঘটেছে এ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

চকরিয়া পৌরসভার কাউন্সিলর জিয়াবুল হক বলেন, বৃহস্পতিবার রাতের খাবার শেষে ওই এলাকার মৃত আলী আহমদ সওদাগেরর ছেলে জাহাঙ্গীর আলমের পরিবারসহ পাশাপাশি লাগোয়া অন্য তিন ভাইয়ের পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। রাত ২ টার দিকে হঠাৎ রান্না ঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে বাড়িতে আগুন লেগে যায় এবং পাশাপাশি অন্য বাড়িতেও আগুন লেগে যায়। পরে স্থানীয় লোকজন ও চকরিয়ার ফায়ার সার্ভিসের লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় বাড়ির সর্বত্রে ছড়িয়ে পড়ে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো বলেন, অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে,অগ্নিকান্ডের খবর পেয়ে সকাল সাড়ে ১১ টার দিকে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজী মো: ইলিয়াছ, চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী জনপ্রতিনিধি ও কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেন।

এসময় পৌরসভার মেয়র মোঃ আলমগীর চৌধুরী ক্ষতিগ্রস্থ পরিবারকে পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও আশ্বস্থ করেন।

পাঠকের মতামত: