এম.জিয়াবুল হক, চকরিয়া :: চকরিয়া উপজেলা ক্রীড়া উন্নয়ন পরিষদের আয়োজনে চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম প্রদত্ত ৬ ভরি ওজনের উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাসব্যাপী খেলার আসর আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদের পাশে মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্টিত প্রথম খেলায় কোনাখালী খেলোয়াড় সমিতি উড়ন্ত সুচনা করেছে। তাঁরা দুর্দান্ত খেলা উপহার দিয়ে প্রতিপক্ষ দল টেকনাফ ক্রীড়াঙ্গনকে ৩-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছেন।
এর আগে টুর্নামেন্টের প্রথম খেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন কমিশনারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশন (ডিএফএ) সভাপতি ও চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, আলহাজ ফজলুল করিম সাঈদী, উপজেলা কৃষকলীগের সভাপতি ও চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেকান্দর বাদশা নাগু সওদাগর, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন ক্রীড়া উন্নয়ন পরিষদের সহ-সভাপতি কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু, সহ-সম্পাদক জাবেদ হোসেন পুতুল, জয়নাল আবেদিন পুতুল, সদস্য ওয়াহেদ উদ্দিন ইবুনু, আবুল কাসেম আবুলু, গিয়াস উদ্দিন, শফিউল আজম, মিজানুর রহমান, মোহাম্মদ আলী, বেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম, জিয়াউল হক, আমির হোছাইন, জমির উদ্দিন, এরফান উদ্দিন, রমিজ উদ্দিন, সাঈদ মাহমুদ রুবেল, আসাদুল ইসলাম আসাদ ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান।
গতকাল ২২ ডিসেম্বর টুর্নামেন্টের খেলা উদ্বোধন করা হলেও গত ২০ ডিসেম্বর টুর্নামেন্টের পর্দা উম্মোচন করা হয়। এদিন টুর্নামেন্টের উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী।
উদ্বোধনী খেলায় বিজয়ী দলের সমন্বয়ক কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, আমরা বিজয়ের ধারা অব্যাহত রাখতে চাই। আগামীতে যাতে কোনাখালী খেলোয়াড় সমিতি ভাল খেলা উপহার দিতে পারে সেইজন্য সম্মানিত দর্শক ও উপজেলাবাসির কাছে দোয়া চাই।
পাঠকের মতামত: