ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় গৃহবধুকে ফোনে অশ্লীল কথা বলার প্রতিবাদ করায় রাখাটের হামলায় স্বামীসহ আহত ২

ahotaচকরিয়া প্রতিনিধি ::
বখাটে কতৃক এক ব্যবসায়ীর স্ত্রী ও গৃহবধুকে রাত-বেরাতে ফোন করে আপত্তিকর এবং অশ্লিল কথা বলার প্রতিবাদ করায় ৪/৫ জনের মতো একদল দূবৃত্তরা এক চায়ের দোকান ব্যবসায়ী মোহাম্মদ জোবাইর (৩৫) ও মাহমুদুল করিম সাত্তার (৩৩)উপর হামলা চালিয়ে বেদড়ক পিঠিয়ে আহত করেছে এবং তার দোকানে ব্যাপক ভাংচুর করে ক্ষতিসাধন করেছে। ঘটনাটি ঘঠেছে গত ৩০ সেপ্টেম্বর রাত ১০টায় ফাসিয়াখালী ইউনিয়নের গাবতলির বাজার এলাকায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ব্যবসায়ী দু সহোদরকে উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বখাটেদের হামলার স্বীকার ক্ষুদ্র চায়ের দোকান ব্যবসায়ী মোহাম্মদ জোবাইর বলেন, একই এলাকার খোন্দকার পাড়া এলাকার আব্বাস আহমদের পুত্র জয়নাল আবেদীন প্রায় সময় রাত-বিরাতে আমাার স্ত্রীর মোবাইল নাম্বারে ফোন করে অশ্লীল কথাবার্তা বলে থাকে। আমি ঐ মোবাইল নাম্বারের সুত্র ধরে স্থানীয় দফাদার নাজেম ও শিব্বির আহমদের উপস্থিতিতে জয়নাল আবেদীনকে আমার স্ত্রীর কাছে ফোন করা থেকে বিরত থাকার বলার এক পর্যায়ে ও জয়নাল আবেদীন ও তার আত্বীয় স্বজন মিলে মোহাম্মদ জোবাইর সওদাগরের চায়ের দোকানে হামলা চালিয়ে তাকে ও তার ভাই মাহমুদুল করিম সাত্তারকে পিঠিয়ে গুরুতর আহত করেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ী মোহাম্মদ জোবাইরের স্ত্রী রোহেনা বেগম (৩০) বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন।

পাঠকের মতামত: