ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় বসতঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে এক গৃহবধুকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পুর্ব সুরাজপুর গ্রামে ঘটেছে এ ঘটনা। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আক্রান্ত ওই গৃহবধু বাদি হয়ে মো.আরাফাত নামের এক বখাটেকে আসামি করে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।

চকরিয়া থানায় দায়ের করা এজাহারে পুর্ব সুরাজপুর গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী দাবি করেন, দুই বছর ৬মাস পুর্বে তাঁর স্বামী মারা গেছেন। সেই থেকে তিনি বসত ঘরে একা থাকেন। ঘটনার দিন মঙ্গলবার (২৯ জানুয়ারী) রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ওইদিন রাত আনুমানিক আড়াইটার দিকে বসতঘরের দক্ষিণে মাটির দেয়াল টপকে ভেতরে ঢুকে একই এলাকার মনজুর আলমের ছেলে বখাটে মো.আরাফাত।

বাদি এজাহারে আরো দাবি করেন, বসতঘরে ঢুকে বখাটে আরাফাত তাকে মুখ চেপে ধরলে ঘুম ভেঙ্গে যায়। ওইসময় চিৎকার করার চেষ্ঠা করলে তাকে ধারালো ছোরার ভয় দেখায়। এক পর্যায়ে মৃত্যুর ভয় দেখিয়ে লম্পট আরাফাত ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপুর্বক ধর্ষণ করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বসতঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে আক্রান্ত ওই নারী থানায় একটি এজাহার দিয়েছেন।ওই গৃহবধুকে ডাক্তারী পরীক্ষা করানো হবে। তদন্ত সাপেক্ষে ঘটনায় অভিযুক্ত বখাটে আরাফাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: