ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

চকরিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্টিত

এম. নুরুদ্দোজা জনি, চকরিয়া:
চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ভয়াল এক কালো রাত ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা প্রশাসন কতৃক মোহনা মিলনায়তনে অনুষ্টিত হয়েছে।

আজ রোববার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহবাজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আতিক উল্লাহ, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া, চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, বিউবো’র আবাসিক প্রকৌশলী ফয়জুল আলীম আলো, উপজেলা প্রকৌশলী রণি শাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসি আক্তার দীপ্তি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জোবায়ের হাসান প্রমুখ ব্যক্তিগন এসময় উপস্থিত ছিলেন।

এছাড়াও  অনুষ্টানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: