ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় কোয়ারেন্টাইন না মানায় আরো একজনকে ১০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক ::  চকরিয়া উপজেলার কৈয়ারবিল খিলচাঁদক এলাকায় দুবাই ফেরত এক প্রবাসী হোম কোয়ারেন্টাইন না মানায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন আজ বৃহস্পতিবার ১৯ মার্চ মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।

একইদিন চকরিয়া পৌরসভার মগবাজার এলাকার গ্রামীণ সেন্টারে মালয়েশিয়া ফেরত অপর একজন প্রবাসী অনুরূপভাবে হোম কোয়ারেন্টাইন না মানায় তাকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এনিয়ে চকরিয়ায় ২ জন প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হলো। ১৮৬০ সালের ফৌজদারী দন্ডবিধির ২৭০ ধায়ার উভয়কে এ দন্ড প্রদান করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা যথাযথ ভাবে মেনে চলতে কয়েকটি কোচিং সেন্টারকে সতর্ক করে দেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের স্টাফ মৃনাল কুমার বড়ুয়া, বাসু কান্তি দাশ ও একদল পুলিশ সাথে ছিলেন।
একইদিন অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন করায় চকরিয়ার হাজিয়ান কুচপাড়ায় এক ডাম্পার ড্রাইভারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়৷

পাঠকের মতামত: