ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়ায় কৃষিতে ধান নিয়ে চলছে হাইব্রীড প্রতারনা: প্রশাসনের নজরদারী প্রয়োজন

মনির আহমদ,কক্সবাজার ::

এক আড়ি অর্থাৎ ১০ কেজি ধানের দাম সরকারী বাজার মুল্য ২২০ টাকা। কিন্তু চটকদার প্যাকেট করে “স্বর্ণালী ১২” নাম দিয়ে ৫ কেজির ১১০ টাকার স্থলে প্যাকেট ধান বাজারজাত করে কৃষকের নিকট প্রতি প্যাকেটের দাম নিচ্ছে ২৯০ টাকা যা দাম পড়ে ৫৮০ টাকা । সরকারী ল্যাবের টেষ্ট বিহীন অনুমোদন ছাড়াই এসব ধানের প্যাকেট বিক্রীতে কৃষকদের ঠকানোর পাশাপাশি সরকারী ট্যাক্স ফাঁকি দেবার অভিযোগ পাওয়া গেছে।
বীজ বিপনন ও ব্যবসায়ীরা জানান, সরকার যে সব উন্নত ধানের বীজ বাজারজাত করনের অনুমতি দিয়েছে তন্মধ্যে স্বর্ণালী ১২ নামের কোন অনুমোধন নাই। তারপর ও চটকদার প্যাকেট নিম্নজাতের এ ধান বিক্রী করে কৃষকদের ঠকাচ্ছে বীজ বিপননকারীরা।
স্বর্ণালী ধানের মালিক আসহাব উদ্দিন ধান বাজারজাত করার কথা স্বীকার করে বলেন, দেশীয় লোকাল ধান তাই সরকারের অনুমোদন নেয়ার প্রয়োজন নাই। কৃষকরা জানান, গত ৫ বছরে স্বর্ণালী কোম্পানির ধান চাষ করে ক্ষতির শিকার হয়েছেন অসংখ্য কৃষক। নতুন এ ধান পরীক্ষায় সরকাররের নজরদারী দাবী করেছেন কৃষকরা।

পাঠকের মতামত: