ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

পরিবারকে আর্থিক অনুদান এমপি জাফরের

চকরিয়ায় কিশোর খুনের ঘটনায় মামলা: খুনিদের গ্রেফতারের দাবীতে সড়কে জনতার ব্যারিকেড

ছোটন কান্তি নাথ, চকরিয়া ঃ কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত আবদুস শুক্কুর শাহীনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। আজ মঙ্গলবার বিকেলে পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া বাজার পাড়ায় গিয়ে এমপির ব্যক্তিগত পক্ষ থেকে নিহত শাহীনের মা আসমা বেগমের হাতে তুলে দেওয়া হয়েছে নগদ এক লক্ষ টাকা। এ সময় পরিবারকে আশ্বাস দেওয়া হয় হত্যাকাণ্ডে জড়িতদের অতিদ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রয়োজনীয় সহায়তারও।

এর পর বাদে মাগরিব এমপি জাফর আলম নিহত শাহীনের দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ করেন। এ সময় দেওয়া বক্তব্যে মরহুম শাহীনের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় সাথে ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, স্থানীয় মেম্বার আবদু শুক্কুর প্রমূখ।

এদিকে অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক শাহীনকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে নিজ এলাকা পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইলিশিয়া বাজার পাড়া সংলগ্ন চকরিয়া-মহেশখালী সড়কের ইলিশিয়া এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে সেখানে অবস্থান নেয় স্থানীয় জনতা। এতে সড়কের উভয়পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। এই অবস্থায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, থানার ওসিসহ পুলিশ সদস্যরা ব্যারিকেড তোলার চেষ্টা করলেও কোন সমাধান হচ্ছিল না। পরে এমপি জাফর আলম সেখানে গিয়ে নিহত শাহীনের মা আসমা বেগমসহ পরিবার সদস্যদের সাথে কথা বলেন। এর পর পরই সড়কে অবস্থান নেওয়া জনতা ব্যারিকেড তুলে নিলে প্রায় দুই ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী জানান, নিহত শাহীনের পরিবারকে নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয়েছে । এ সময় তিনি পরিবারকে আশ্বাস প্রদান করেন, দ্রুতসময়ের মধ্যে শাহীন হত্যায় জড়িতদের শনাক্তপূর্বক গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার।

প্রসঙ্গত গতকাল সোমবার রাতে পৌরসভার পালাকাটাস্থ সাবেক কাউন্সিলর এনামুল হকের বাড়ির পাশে নির্জন স্থানে ওই কিশোরকে উপর্যপুরি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। নিহত মো. আবদুস শুক্কুর শাহীন (১৬) উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইলিশিয়া বাজার পাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের চকরিয়া নিউজকে বলেন, ‘কিশোর শাহীন হত্যাকাণ্ডের ঘটনায় বড়ভাই ওসমান গণি বাদী হয়ে অজ্ঞাত আসামীর বিরুদ্ধে দেওয়া এজাহার মামলা হিসেবে রুজু করা হয়েছে। মাদক ব্যবসার বিরোধ না-কী অন্য কোন রহস্য আছে এই হত্যাকাণ্ডে তা বের করার চেষ্টাসহ অজ্ঞাত আসামীদের শনাক্ত করার কাজ করছে পুলিশ।’ ##

 

পাঠকের মতামত: