ঢাকা,বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

চকরিয়ায় কর্মহীন ১০৫ পরিবারকে কাজিরপাড়া জামে মসজিদ সম্পাদকের খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডে ঘরবন্দি কর্মহীন ১০৫টি পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ মাস্টার নুরুল কবির এর মেঝছেলে কাজিরপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি ও চকরিয়া উপজেলা সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক সাইফুল কাদের সোহেল।

বৃহস্পতিবার ২ এপ্রিল বাদে জোহর কাজিরপাড়া জামে মসজিদ মাঠে সাইফুল কাদের সোহেল ও তাঁর পরিবারের ব্যক্তিগত তহবিলের উদ্যোগে কাজিরপাড়া, বাজারপাড়া, তরছপাড়া এলাকার কর্মহীন ১০৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, পিয়াজ ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিরপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক ও চকরিয়া উপজেলা সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক সাইফুল কাদের সোহেল, মসজিদের খতিব মাওলানা জাকের হোসাইন হেলালী, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইবনে আমিন, সহসভাপতি মনছুর আলম, এম নুরুস শফি, সহসম্পাদক সাংবাদিক এম জিয়াবুল হক, সহসম্পাদক ব্যবসায়ী মোজাম্মল হক, মসজিদ কমিটির সদস্য জহির আহমদ মেস্ত্রী, আবদুর রহিম মিকার, উপজেলা চেয়ারম্যান কার্যালয়ের সহকারি ছৈয়দ আকবর, কাজী বোরহান উদ্দিন প্রমুখ। এছাড়াও বিতরণকালে মসজিদের সকলস্তরের মুসল্লী, এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। #

পাঠকের মতামত: