ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মত বিনিময়

এম.মনছুর আলম, চকরিয়া :::   কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার মান ও সার্বিক বিষয় নিয়ে চকরিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সোলতান আহমদ সিরাজী। ৩ এপ্রিল সোমবার দুপর ১২টার দিকে স্বাস্থ্য কর্মকর্তার  কার্যালয়ে উক্ত মত বিনিময়সভা অনুষ্টিত হয়।
মতবিনিময় সভায় চকরিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও কর্মরত সাংবািদকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জাকের উল্লাহ চকোরী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম আর মাহমুদ ও এম.জাহেদ চৌধুরী, সভাপতি আবদুল মজিদ, সিনিয়র সহসভাপতি রফিক আহমদ,  সাবেক সাধারণ সম্পাদক এ এম ওমর আলী, শাহ মোহাম্মদ জাহেদ, এম.মনছুর আলম, মুকুল কান্তি দাশ, জিয়া উদ্দিন ফারুক, অলি উল্লাহ রনি, শাহ জালাল শাহেদ প্রমুখ নেতৃবৃন্দ। মতবিনিময়কালে নবাগত স্বাস্থ্য কর্মকর্তা চলমান বিভিন্ন সমস্যা ও সম্ভবনার কথা তুলে ধরেন। এবং আগত রোগীদের স্বাস্থ্য সেবা নিয়ে কোন ধরণের ভোগান্তির শিকার হতে না হয় সে বিষয়ে জরুরী প্দক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। গর্ভবতী মহিলাদের সিজারিয়ান অপারেশন ও স্বভাবিক ডেলিভারি নিয়মিত ভাবে চালু রাখা হবে। এ ছাড়া অনিয়মিত ডাক্তারদেকে নিয়মিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। তিনি আরো বলেন, অতি শিঘ্রই ৫০শয্যা এ  হাসপাতালকে ১০০শয্যায় উন্নত করতে জরুরী ভিত্তিতে উদ্যোগ নেয়া হয়েছে। হাসপাতালের যে কোন ধরণের অনিয়ম দেখতে পেলে তা দ্রুতসময়ে ব্যবস্থা নেয়া হবে বলে সাংবািদকদের জানান।

পাঠকের মতামত: