ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ওয়াশ প্রোগ্রামের অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
ভার্ক, আইডিই ও এনজিও ফোরাম সংস্থার ব্যবস্থাপনায় এবং আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ এর কারিগরি ও আর্থিক সহযোগীতায় চকরিয়া উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে কক্সবাজার গর্ভমেন্ট ইউনিসেফ ওয়াশ প্রোগ্রাম বিষয়ক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৯জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে ও প্রকল্পের মনিটরিং কর্মকর্তা খালেদা সোলতানা লাবনী সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।

উক্ত ওয়াশ প্রোগ্রাম প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, পুরুষ ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো: আবু ইউসুফ।

এছাড়াও অবহিতকরণ সভায় সমাজের নানা কুফল ও বিষয় বস্তু তুলে ধরে বক্তব্য দেন সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে কক্সবাজার গর্ভমেন্ট ইউনিসেফ ওয়াশ প্রকল্পের কার্যক্রম নিয়ে স্বাস্থ্য বিষয়ের ওপর ও জনসচেতনতা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন, ভার্ক এনজিও সংস্থার প্রধান কার্যালয়ের পরিচালক কামরুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক কামরুল হাসান, আইডিই সংস্থার পার্থ কুমার নাথ, এনজিও ফোরাম প্রকল্পের ব্যবস্থাপক মো: ইমান আলী।

উক্ত প্রকল্প অবহিতকরণ সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ইউপি সচিব, সুশীল সমাজের ব্যক্তি ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: