ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :: চকরিয়া উপজেলার খুটাখালীর পুর্ণগ্রাম এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আব্দুর রশিদ (৬০)। তিনি মহেশখালীর নতুন বাজার এলাকার আবু ছৈয়দ এর পুত্র। বিগত ১০ বছর পুর্ব হতে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা (নতুন পাড়া) গ্রামে জমি কিনে বসতি স্থাপন করে বসবাস করে আসছিলেন তিনি।
জানা যায়, গত ২০ নভেম্বর সকাল ১১ টার সময় নিহত আব্দুর রশিদ ঈদগড় ঘিলাতলির পাশ্ববর্তী চকরিয়া থানার খুটাখালীর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পুর্ণগ্রামের বরহাটখুলা পাহাড়ে গিয়ে ঝাড়ুঁ গাছ কেটে একটি গাছের নিছে বসে ঝাঁড়ুগাছের পোটলা তৈরি করছিল। এই সময় হঠাৎ ঘিলাতলি গ্রামের জনৈক শাহ আলমের ছেলে জুয়েল এসে আমার পাহাড় থেকে ঝাঁড়ু গাছ কেন কেটেছিস এই কথা বলে হাতে থাকা লাঠি দিয়ে তাকে মারতে শুরু করে। পাশের ধান ক্ষেতে কর্মরত শ্রমিকরা দৌড়ে এলে জুয়েল পালিয়ে যায়।
আব্দুর রশিদ কে অজ্ঞান অবস্থায় হাসনাকাটা গ্রামের জাফর আলম প্রকাশ কানা জাফর এলাকাবাসীর সহযোগীতায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত ১ টায় আব্দুর রশিদ মৃত্যু বরন করেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ চট্টগ্রাম পাঁচলাইশ থানাকে অবগত করলে পুলিশ লাশ নিজ হেফাজতে নিয়ে রামু থানার অফিসার ইনচার্জ কে অবগত করেন।

রামু থানা এস আই জাফর উল্লাহ নেতৃত্বে পুলিশ ২১ নভেম্বর বিকাল ৪ টায় ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।এস আই জাফর উল্লাহ জানান নিহত আব্দুর রশিদ ঈদগড়ের নাগরিক হলেও ঘটনাস্থল চকরিয়া থানাধীন। তাই আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন চকরিয়া থানা নিহত আব্দুর রশিদ এর ময়নাতদন্তে শেষে রাত সাড়ে ৯ টায় পুর্বহাসনাকাটা মসজিদ মাঠে জানাযার নামাজ আদায় করে স্তানীয় কবরস্থানে দাপন সম্পন্ন হয়েছে।
এই রিপোর্ট লিখা পর্যন্ত ময়নাতদন্তের জন্য লাশ মর্গে ছিল। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে

পাঠকের মতামত: