চকরিয়া প্রতিনিধি :: চকরিয়ায় এনজিও থেকে পাইয়ে দেওয়া ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে চাপ দেওয়ায় গৃহবধূ ইয়াছমিন আক্তারকে পরিকল্পিতভাবে গলা টিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের স্বামী, বাপের বাড়ির লোকজন ও স্থানীয় প্রতিবেশীও এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশকে জানিয়েছে। তবে ওই বধূর শরীরের কোথাও দৃশ্যমান আঘাতের ক্ষত না থাকায় ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
ইয়াছমিন আক্তারের বড় ভাই বশির আহমদ বাদী হয়ে বোনের দেবর কামরুল ইসলাম ছোটন ও তার স্ত্রী মরিয়ম জন্নাতকে অভিযুক্ত করে ঘটনার পরদিন ১ জুলাই মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ঘটনার তদন্তকারী কর্মকর্তা অরুণ চাকমার কাছে একটি এজাহার জমা দিয়েছেন। কিন্তু এজাহারটি মামলা হিসেবে রেকর্ড না হলেও ঘটনার পর থেকে দেবর ও তার স্ত্রী আত্মগোপনে চলে গেছেন।
জানা গেছে, ইয়াছমিন আক্তার চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তরছঘাটা গ্রামের মৃত ওসমান গণির কন্যা। প্রায় ৮ বছর আগে ইয়াছমিনকে বিয়ে দেওয়া হয় উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নোয়াপাড়ার আবদুল মোনাফের ছেলে সবজি বিক্রেতা শাহাব উদ্দিনের সঙ্গে। বর্তমানে তাদের সংসারে তিন সন্তান রয়েছে।
গৃহবধূ ইয়াছমিনের বাপের বাড়ির লোকজনের অভিযোগ, ইয়াছমিন আক্তার কয়েকবছর আগে থেকে দেবর কামরুল ইসলামকে বিভিন্ন এনজিও থেকে ঋণ পাইয়ে দিয়ে আসছিলেন এবং যথাসময়ে শোধও করেন। একইভাবে ঘটনার কয়েকমাস আগে স্থানীয় একটি সমিতি থেকে ৫০ হাজার টাকার ঋণ পাইয়ে দেন দেবরকে। পরবর্তীতে কয়েক কিস্তি পরিশোধ করার পর মাঝপথে তা বন্ধ করে দেয়া হয়। এনিয়ে দেবরের সঙ্গে তুমুল ঝগড়া-বিবাদ চলছিল ভাবী ইয়াছমিনের। এর জের ধরে ৩০ জুন বিকেলে স্বামী সবজি বিক্রেতা শাহাবউদ্দিন বাইরে থাকার সুবাদে দেবর কামরুল ইসলাম ছোটন ভাবী ইয়াছমিন আক্তারকে কৌশলে তার কক্ষে ডেকে নিয়ে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। এদিন সন্ধ্যার দিকে স্বামী শাহাবউদ্দিন বাড়ি ফিরে অনেক ডাকাডাকি করেন স্ত্রীকে। কিন্তু কোন সাড়া না পেয়ে আশপাশের বাড়িতে খোঁজ নেন। একপর্যায়ে একান্নবর্তী বাড়ির ভেতর ছোট কামরুলের রুমের দরজার কাছে লাশ পড়ে থাকতে দেখেন স্ত্রীর। এ সময় শাহাবউদ্দিন চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলালের মাধ্যমে পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আতিক উল্লাহ, মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) অরুণ চাকমাসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং গৃহবধূ ইয়াছমিনের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ইয়াছমিনের বড়ভাই বশির আহমদ জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে বোনের দেবর কামরুল ইসলাম ছোটন ও তার স্ত্রী মরিয়ম জন্নাতকে অভিযুক্ত করে একটি এজাহার জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই অরুণ চাকমার কাছে। তবে সেটি এখনো মামলা হিসেবে রুজু করা না হলেও ঘটনার পর থেকে দেবর ও তার স্ত্রী পলাতক রয়েছেন।
ইয়াছমিনের স্বামী সবজি বিক্রেতা শাহাবউদ্দিন অভিযোগ করেন, তার স্ত্রী কোন ধরণের অসুস্থ অবস্থায় ছিল না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন তিন সন্তান নিয়ে কিভাবে সামনের দিন অতিবাহিত করবেন তা নিয়ে বেশ দুশ্চিন্তায় তিনি। এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান চকরিয়া নিউজকে বলেন, ‘গৃহবধূ ইয়াছমিন আক্তারের কিভাবে মৃত্যু হয়েছে তা রহস্যাবৃত। তাই ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরিবারের পক্ষ থেকে করা অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
প্রকাশ:
২০১৯-০৭-০৮ ০৭:৪৫:১২
আপডেট:২০১৯-০৭-০৮ ০৭:৪৫:১২
- চকরিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
- ইসলামের বৃহৎ স্বার্থে চকরিয়া জামায়াতে ইসলামীর সাথে একটেবিলে বসতে চায়
- চকরিয়ায় চিংড়িঘের দখল নিয়ে দু-গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ ১, অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক
- চকরিয়ায় পৌরশহরের তিনটি আবাসিক হোটেল ও চারটি রেস্টুরেন্টে অভিযান
- কিশলয় শিক্ষা নিকেতন স্কুলে বিলুপ্ত কমিটির স্বাক্ষর নিয়ে বিল ভাউচার করার অভিযোগ
- শীতের কম্বল দিতে বেড়িয়ে পড়েন চকরিয়ার মানবিক ইউএনও আতিকুর রহমান
- চকরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ আহত ৪
- কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- চকরিয়ায় বাস চাপায় বৃদ্ধ নিহত
- চকরিয়ায় সংঘবদ্ধ ধর্ষণরর মামলার অন্যতম আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- চকরিয়ায় পৌরশহরের তিনটি আবাসিক হোটেল ও চারটি রেস্টুরেন্টে অভিযান
- খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- শীতের কম্বল দিতে বেড়িয়ে পড়েন চকরিয়ার মানবিক ইউএনও আতিকুর রহমান
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- কিশলয় শিক্ষা নিকেতন স্কুলে বিলুপ্ত কমিটির স্বাক্ষর নিয়ে বিল ভাউচার করার অভিযোগ
- ইসলামের বৃহৎ স্বার্থে চকরিয়া জামায়াতে ইসলামীর সাথে একটেবিলে বসতে চায়
- চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে কর্মশালা
পাঠকের মতামত: