ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চকরিয়ায় উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শ্রেণীপেশার মানুষের শ্রদ্ধাঞ্জলী

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে গতকাল শনিবার ভোরে চকরিয়া বিমানবন্দরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্বরণে পুস্পমাল্য অর্পন করেছেন উপজেলা পরিষদ, প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত নানা শ্রেণী-পেশার মানুষ শহীদ মিনারে উপস্থিত হয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিনের শুরুতে দিনের শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে পুস্প স্তবক অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করেন, চকরিয়া উপজেলা পরিষদ। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল, বিজয় র‍্যালি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুচকাওয়াজ, ডিস্প্লে প্রদর্শনী, আলোচনা সভা ও সবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর চকরিয়া থানা পুলিশ, উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কৃষি বিভাগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগি সংগঠন, চকরিয়া পৌরসভা, চকরিয়া প্রেসক্লাব, চকরিয়া আবাসিক মহিলা কলেজ, চকরিয়া কোরক বিদ্যাপীঠসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, সহকারি কমিশনার ভুমি খন্দকার ইখতিয়ার উদ্দিন, সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম, চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, থানার ওসি তদন্ত মো.মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য ও চকরিয়া বর্ণমালা একাডেমী স্কুলের চেয়ারম্যান আমিনুর রশিদ দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী বশিরুল আলম, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ, উপজেলা কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান আলহাজ সেলিম উল্লাহ, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা.ফেরদৌসি আক্তার দিপ্তী, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম হায়দার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম বুলবুল, সাধারণ সম্পাদক চেয়ারম্যান মহসিন বাবুল, সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টো, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, সহ-সভাপতি ক্রীড়া সংগঠক আলহাজ ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক শাহনেয়াজ তালুকদার, চকরিয়া নিউজ সম্পাদক জহিরুল ইসলাম, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো.নুরুল আখের, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম মোবারক আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান চেয়ারম্যান, সাংবাদিক মিজবাউল হক, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পৌর কমিউনিটি সেন্টার মাঠে কুচকাওয়াজ গ্রহণ করছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম

ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দন মুহাম্মদ শিবলী নোমান ও থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।

এদিন বেলা ১১টায় চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্টিত হয় কুচকাওয়াজ অনুষ্ঠান। ইউএনও নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। পরে দুপুর একটায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা সংবর্ধনা। বিকেলে কমিউনিটি সেন্টার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এবং রাতে পরিবেশন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যা।

পাঠকের মতামত: