মুকুল কান্তি দাশ, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী-মহেশখালী নৌ-চ্যানেলে ৩ ঘন্টাব্যাপী অভিযান চালিয়েছে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র মৎস্য কর্মকর্তার নেতৃত্বে নৌ পুলিশ ফাঁড়ির একদল ফোর্স। আজ ১৭জানুয়ারী বুধবার দুপুর ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অভিযানকালে নৌ-চ্যানেলে মাছ ধরতে বসানো নিষিদ্ধ ৪হাজার ৮শ মিটার চরঘেরা জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.পায়েল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সাইফুল ইসলামের নেতৃত্বে ফাঁড়ির একদল পুলিশ ফোর্স নিয়ে টানা ৩ ঘন্টা অভিযান চালিয়ে চার হাজার আটশত মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। পরে বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ওইসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
পাঠকের মতামত: