ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

খুনীদের ফাঁসি চাই -নিহতের বাবা 

চকরিয়ায় উপকুলে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের ঢেমুশিয়া ইউনিয়নে তুচ্ছ ঘটনার জেরধরে কতিপয় দুবৃর্ত্তরা জাকের হোসেন (২০) নামের মাছ ব্যবসায়ী এক যুবককে হত্যা করেছে। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল পৌঁনে পাঁচটার দিকে দিকে ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের এলাকায় ঘটেছে এ নির্মম ঘটনা। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ উপজেলা সরকারি হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত জাকের হোসেন উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা এলাকার আবদুল কাদের এর ছেলে।
গতকাল রাত সাতটার দিকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) রাকিব উর রাজা ও চকরিয়া থানার ওসি তদন্ত অরুপ কুমার চৌধুরী।
নিহতের পরিবার সদস্য ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, জাকের হোসেন তাঁর বাবার সঙ্গে ভ্যান গাড়িতে ফেরি করে মাছের ব্যবসা করতেন। গতকাল শুক্রবার বিকালে বাড়ির অদুরে স্কুলের পাশে রাস্তার উপর তুচ্ছ একটি বিষয় নিয়ে জাকের হোসেন এর সঙ্গে একই এলাকার ৪/৫ জন যুবকের মধ্যে কথা কাটাকাটি ও তুচ্ছতাচ্ছিল্যের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার একপর্যায়ে তর্কে জড়িয়ে পড়া একই ইউনিয়নের বাসিন্দা ৫ নং ওয়ার্ডের আবুল কাশেম এর ছেলে বাবুর নেতৃত্বে অজ্ঞাতনামা  ৪/৫ জন অতর্কিতভাবে জাকের হোসেন উপর হামলা চালিয়ে  বুকে ছুরিকাঘাতে  গুরুতর জখম করে।
এ ঘটনার পর তাৎক্ষণিক পরিবার সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত জাকের হোসেনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জাগের হোসেনের বাবা আবদুল কাদের জানান, আমাদের সাথে কারো শত্রুতা নেই। কেন দিনদুপুরে আমার ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করেছে জানিনা।  আমি খুনীদের ফাঁসি চাই।
চকরিয়া থানার ওসি তদন্ত অরুপ কুমার চৌধুরী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।

পাঠকের মতামত: