এম.জিয়াবুল হক, চকরিয়া :: চকরিয়া উপজেলা ঠিকাদার সমিতির উদ্যোগে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদস্থ বিআরডিবি সম্মেলনকক্ষে ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে খতমে কোরান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঠিকাদার সমিতির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মকছুদুল হক চুট্টো, চিরিংগা ইউপি চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন, কাকারা ইউপি চেয়ারম্যান আলহাজ শওকত ওসমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেন, উপজেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা মুনীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক সাহাব উদ্দিন, আওয়ামীলীগ নেতা পরিমল বড়–য়া, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ঠিকাদার আলহাজ কাউছার উদ্দিন কছির, সাংগঠনিক সম্পাদক রেফায়েত সিকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠিকাদার সমিতির কর্মকর্তাদের মধ্যে আলহাজ শফিকুল কাদের, তৌহিদুল ইসলাম কাজল, বিআরডিবি’র চেয়ারম্যান আবদুল হাকিম, ঠিকাদার শাহাব উদ্দিন, মিজানুর রহমান, ঠিকাদার আমান উল্লাহ আমান, ঠিকাদার ও সাংবাদিক মাইন উদ্দিন হাসান শাহেদ, ঠিকাদার সাইদুর রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ঠিকাদার সমিতির সকল সদস্য, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি উপজেলায় সমানহারে উন্নয়ন প্রকল্পের কাজ অব্যাহত রয়েছে। সরকারি সকল প্রতিষ্ঠানের মাধ্যমে এসব উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং দেখভাল নিশ্চিত করা হচ্ছে। আশাকরি সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারদের মধ্যে সম্প্রীতি অটুট থাকলে চকরিয়া উপজেলার চলমান সব উন্নয়ন প্রকল্পের কাজ টেকসইভাবে বাস্তবায়ন হবে।
তিনি বলেন, সরকারি প্রতিটি উন্নয়ন কাজ বাস্তবায়নে চকরিয়ায় ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের মাধ্যমে গুনগতমানের প্রকল্প নিশ্চিত করতে হবে। এখানে কোন ধরণের অজুহাত বা স্বজনপ্রীতি চলতে হবেনা। সরকারি কাজের ক্ষেত্রে সবাইকে স্বচ্ছতার বিষয়টি নিশ্চিত করতে হবে। সেইভাবে ঠিকাদারদেরকে কাজ করতে হবে। ##
পাঠকের মতামত: