এম.জিয়াবুল হক, চকরিয়া ::
ঈদের খুশিতে কক্সবাজারের চকরিয়ায় দাদার বাড়ির পুকুরে নৌকা বাইচ খেলতে গিয়ে সাবিহা মাহিন (১১) নামের এক শিশু শিক্ষার্থীর সলিল সমাধি ঘটেছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিদার বাড়িতে ঘটেছে এ মর্মান্তিক ঘটনা। ওইসময় নৌকা উল্টো আরো ছয় শিশু শিক্ষার্থী পানিতে ডুবে যায়। ঘটনার পরপর পরিবার সদস্যরা তাৎক্ষনিক শিশুদের উদ্ধার করলেও ততক্ষনে মৃত্যুর কোলে ঢলে পড়েন শিশু মাহিন। অপর দুইজনকে মুর্মুষ অবস্থায় চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা সুস্থ্য হয়ে উঠেছেন।
নিহত শিশু মাহিন স্থানীয় খাঁন সাহেব মকবুল আলী একাডেমী স্কুলের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী এবং স্থানীয় জমিদার পাড়া গ্রামের রাজেশ চৌধুরীর মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা বলেন, সাবেক চেয়ারম্যান মরহুম মাহাবুবর রহমান চৌধুরীর ছেলে রাজেশ চৌধুরীর বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে এসেছেন ভাই এবং বোনদের পরিবার সদস্যরা। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে পরিবারের শিশু সন্তানরা বাড়ির পুকুরে একটি নৌকায় চড়ে খেলছিলেন। ওইসময় অসাবধানবশত: নৌকাটি উল্টে গেলে শিশুরা পুকুরে পড়ে যান। ঘটনার পরপর পরিবার সদস্যরা তাৎক্ষনিক পুকুর থেকে শিশুদের উদ্ধার করতে সক্ষম হলেও শিশু শিক্ষার্থী মাহিন ততক্ষনে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ইউপি চেয়ারম্যান বলেন, পানিতে ডুবে নিস্পাপ একটি শিশুর মৃত্যুর ঘটনাটি সত্যিই বেদনাদায়ক। এ ঘটনার পর এলাকার সর্বস্থরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পাঠকের মতামত: