ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

আটক চার বখাটে জেলহাজতে (ফলোআপ)

চকরিয়ায় ইভটিজিং জেরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা উচ্চ বিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার রাতে আহত শিক্ষার্থী ফরহাদুল ইসলামের মা ছেনুআরা বেগম বাদী হয়ে ৫ বখাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

গতকাল বৃহস্পতিবার সকালে চার বখাটেকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার চার বখাটে হলেন, মো. জিহাদ, শওকত ওসমান, আশরাফ হোসেন ও আবদুল্লাহ আল রাকিব।

এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে একদল বখাটে উত্ত্যক্ত করে। বিষয়টি সহপাঠীদের জানালে তার প্রতিবাদ করেন। এসময় ৫ বখাটে যুবক মিলে তাদের উপর হামলা চালায়। এসময় ফরহাদুল ইসলামকে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন এবং দুটি দাঁত ফেলে দেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, গ্রেফতার চার যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক একজনকে গ্রেফতারে চেষ্টা চলছে।

 

 

পাঠকের মতামত: