ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ইভটিজিংয়ে বাধা দেয়ায় দশম শ্রেণীর শিক্ষার্থীর উপর হামলা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

চকরিয়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় উল্টো বখাটের হামলার শিকার হয়েছেন আবদুর রহিম নামের এক শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আবদুর রহিম উপজেলার হারবাং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং ইউনিয়নের নুনাছড়ি এলাকার আবদুস সালামের ছেলে।

গতকাল শনিবার চকরিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত আবদুর রহিম বলেন, বুধবার দুপুরে বিদ্যালয়ের সামনে উপস্থিত হয়ে বহিরাগত চার যুবক ছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন। ওইসময় ঘটনাটি দেখে আমিসহ আরো কয়েকজন ছাত্র প্রতিবাদ করি। ওইসময় অভিযুক্ত বখাটে হারবাং ইউনিয়নের কালা সিকদার পাড়ার ছৈয়দ ফকিরের ছেলে আল ফয়সালুর রহমান, রৌসিংগা পাড়ার ফরিদ আহমদের ছেলে আইমন, ওই এলাকার মোহাম্মদ আলমের ছেলে মিনহাজুল হক ইয়াদ ও সহযোগি তামিম ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী কায়দায় আমাদের (ছাত্রদের) উপর হামলা চালায়। হামলার সময় আমাকে পিটিয়ে গুরুতর জখম করে।

বিদ্যালয়ের বেশ কজন শিক্ষার্থী দাবি করেন, অভিযুক্ত বখাটে যুবকরা অনেক আগে এই বিদ্যালয় থেকে চারবার এসএসসি পরিক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছে। বর্তমানে তারা সার্বক্ষনিক মাদক সেবন করে ছুটির পূর্বে দলবেঁধে বিদ্যালয়ের সামনে উপস্থিত হয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে। এমনকি তাঁরা শিক্ষকদের তোয়াক্কা করছেনা।

হারবাং ছাত্র ফোরামের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন জানায়, অপরাধী যেই হউক না কেন, এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। উল্লেখিত ঘটনার সুষ্ট তদন্তপূর্বক অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।

হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরানুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবকরা অত্যন্ত খারাপ প্রকৃতির। তাদের মধ্যে দুইজন ইয়াবা পাচারে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে শিক্ষকের গায়ে হাত তোলার অভিযোগও রয়েছে। আমি আহতের স্বজনদের আইনানুগ ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছি। ##

পাঠকের মতামত: