ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ইনু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শহীদ গ্রেপ্তার

atakচকরিয়া প্রতিনিধি ::

 পাহাড়ি জনপদের সন্ত্রাসী ইনু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শহীদুল ইসলাম প্রকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে।

এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরী একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ। গ্রেপ্তার হওয়া শহীদ ডুলাহাজারার নয়াপড়ারা সেকান্দার আলীর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, শহীদ ২০০০ সালে খুনসহ বাড়িতে ডাকাতি, ২০০১ সালে সড়কে ডাকাতি, ২০১৪ সালে বনকর্মীদের মারধর, ২০১৫ সালের শুরুতে খুন ও একই বছরের শেষ দিকে অস্ত্র আইনে দায়ের হওয়া পাঁচটি মামলার আসামি। পুলিশ তাকে গ্রেপ্তার করতে অভিযান চালালেও বারবার ব্যর্থ হয়।

জানা গেছে, ধৃত শহীদ ইনুর নির্দেশনায় অর্ধশতাধিক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে। সড়ক, বাড়ি-ঘর ও চিংড়ি ঘেরে ডাকাতির প্রতিটি ঘটনায় ইনুর পরিবর্তে নেতৃত্ব দিত শহীদ। তাদের বাহিনীর সদস্যদের কাছে বেশ ক’টি আগ্নেয়াস্ত্র রয়েছে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুল আজম বলেন, বন্দুকসহ গ্রেপ্তার হওয়া শহীদ ইনু বাহিনীর সেকেন্ড ইন কামান্ড। পুলিশের হাত থেকে রক্ষা পেতে সে বিভিন্ন স্থানে বিভিন্ন নাম ও ছদ্মবেশ ধারণ করে চলতো। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত: