ঢাকা,শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় আ,লীগের প্রভাবে দখল হওয়া বাজার ফিরে পেতে চায় ব্যবসায়ীরা

ধীরে ধীরে দামি হয়ে উঠা বাজারে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সংসদ সদস্য হওয়ার পর থেকে স্থানীয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরীর ইন্ধনে স্থানীয় এজাহার হোসের পুত্র আ,লীগ নেতা মমতাজ, তাওহীদ, শহীদ গংদের কু-নজরে পড়ে । তার ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনের পর পরেই বাজার দখলে নেয়ার পায়তারা শুরু করে । দখল প্রতিরোধের লক্ষ্যে বাজার পরিচালনা কমিটির উদ্যোগে গত (১৬ মে ২৪ ইং) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেন। অভিযোগটি চকরিয়া থানাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেও পরবর্তী অদৃশ্য ইশারায় থানা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। ফলে আওয়ামী লীগের নেতারা অলিশাহ বাজারটি দখল করে মার্কেট নির্মাণ করে ফেলে। সেই থেকে বিভিন্ন হুমকি-ধমকিতে বাজার কমিটি নেতারা চুপ ছিল।

গত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে স্থানীয়, এবং বাজার পরিচালনা কমিটির সদস্যরা তাদের ঐতিহ্যবাহী বাজারটি ফিরে ফেতে বিভিন্ন দপ্তরে ফের যোগাযোগ শুরু করেছে বলে জানান অলিশাহ বাজার পরিচালনা কমিটির সভাপতি মো:রফিক।

অভিযুক্ত মমতাজ বলেন, জায়গাটি আমাদের ক্রয়কৃত হওয়ায় মার্কেট নির্মাণ করেছি।

পাঠকের মতামত: