ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চকরিয়ায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান ১৩ জন নারী পুরুষ আটক

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পৌরসদরের চিরিংগা রাস্তার পৃর্ব পাশে আবাসিক হোটেল আল রহমত থেকে অসমাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১৩জন নারী পুরুষ আটক করেছে। আজ ৩১ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

আটকৃতারা হল আনোয়ার হোসেন (২৬) পিতা-ফরিদূল আলম, সাং-ছদাহ ইউনিয়ন ০১নং ওয়ার্ড. থানা সাতকানিয়া. চট্রগ্রাম, হুমাইয়ন কবির (২৫)পিতা আব্দুল কুদ্দুস, সাং চৈক্ষম থানা আলী কদম, জেলা বান্দরবান,  মো: ইসমাইল (২৪) পিতা-কামাল হোসেন বোদাক্ষঝি ঘোনা থানা পেকুয়া, মিশকাত (২০) পিতা-সাহাব উদ্দীন, শামীম (২০) পিতা-হাসান আলী ৪নং দরবেশকাটা, সিফাতুল ইসলাম (২৪) পিতা-ছাবের আহমদসাং পূরুত্যাখালী, চকরিয়া, কক্সবাজার। হামিদা বেগম (২৪) স্বামী-মো: আরিফ, সাং হারবাং, রেশমী (১৯) পিতা- আবু বক্কর সাং ফুলতলা, পৌরসভা চকরিয়া, রিয়া (১৯) পিতা-আব্দুস ছালাম সাং চোঁয়ারফাড়ি সাহারবিল, রিয়া (১৯) পিতা-ওবাইদুল হক, ঝুমা আক্তার (১৯) পিতা-শাহাজাদা. উভয় সাং দরবেশকাটা, সর্ব থানা চকরিয়া, মোস্তফা কামাল (২৫) পিতা-মৃত আবদুল মালেক সাং ভোলা মানিকচর, স্বাধীন পাড়া, থানা চকরিয়া, জেলা-কক্সবাজার। সোনিয়া (২৫) পিতা আবুল কাশেম, সাং-চৈক্ষং. থানা-আলীকদম, জেলা-বাšদরবান।

চকরয়িা থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের জানান, থানার টহল পুলিশ পৌরসভার আল রহমত নামের একটি আবাসিক হোটলে নারী পুরুষ অসামাজিক কাজ চলছে। এমন খবর আমাকে অবহিত করার পর চকরিয়া পেকুয়া (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার তফিকুল আলমকে জানানো হলে তিনি তৎক্ষানিক অভিযান পরিচালনার করার নির্দেশ দেন।

এসময় এসআই মুহা: সারওয়ার জাহান মেহেদী বিশেষ টিম নিয়ে অভিযান পরিচালনা করে ১৩জন নারী পুরুষ আটক করে থানায় নিয়ে আসেন। পরে আটকৃদের চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল আদালতে সোপার্দ করা হয়েছে।

 

পাঠকের মতামত: