ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আজ রোববার শুরু

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া  কক্সবাজারের চকরিয়া উপজেলায় তৃতীয়বারের মতো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রোববার। চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ডিগ্রি মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মাওলানা আ ক ম ছাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।

আন্তর্জাতিক এই ক্বিরাত সম্মেলনে বাংলাদেশসহ ছয়টি দেশের খ্যাতিমান ক্বারিরা অংশ নেবেন।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুলাহ আল-ফারুখ, বাংলাদেশের শাইখুল কুরার ক্বারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আযহারী, মিশরের ক্বারি ইয়াসমির শারকাওয়ী, ইরানের ক্বারি হামীদ রেজা আহমদী ওয়াফা কূর্দিস্তান, ইরাকের ক্বারি ড. কোচার ওমর, পাকিস্তানের ক্বারি মোহাম্মদ আনোয়ার নাফীসী, মরক্কোর ক্বারি ইলিয়ান আল-মিহয়াউঈ, চট্টগ্রামের ক্বারি হিজবুল্লাহ আল মুজাহিদ।
ক্বিরাত সম্মেলনে নারী ও পুরুষদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান আয়োজকরা।

পাঠকের মতামত: