ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

চকরিয়ায় আত্মকর্মসংস্থান সৃষ্টি ও ভাগ্যউন্নয়নে ৩৩ দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

এম. জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরাম আয়োজনে উপজেলার প্রত্যন্ত জনপদের দুঃস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩৩ নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও জেসমিন হক জেসি চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি সেলিনা আক্তার, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ, সাংবাদিক অলি উল্লাহ রনি, আবুল মনসুর মোঃ মহসিন প্রমুখ।

অনুষ্ঠানের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অবহেলিত নারীদের আত্মনির্ভরশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছেন। যাতে তাঁরা ঘরে বসে যেন আর্থিক ভাবে স্বাবলম্বি হতে পারে তার সেইজন্য নারী উন্নয়ন ফোরামের মাধ্যমে সারাদেশে হাতেকলমে প্রশিক্ষনপ্রাপ্ত গরীব নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করছেন। আমাদের প্রত্যাশা সেলাই মেশিনের সুফল কাজে লাগিয়ে এসব নারীরা একদিন সফলতার দ্বারপ্রান্তে পৌছতে সক্ষম হবে।

চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী বলেন, চকরিয়া উপজেলার প্রতিটি জনপদের অবহেলিত নারীদের ভাগ্যউন্নয়নে কাজ করছে উপজেলা নারী উন্নয়ন ফোরাম। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে এবছরও উপজেলার ৩৩ জন আত্মপ্রত্যয়ী নারীর মাঝে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করেছে।

তিনি সুফলভোগী নারীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাজের উপর নির্ভর করে আগামীতে নারীদের সেলাই প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।##

পাঠকের মতামত: