ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় আজকেও ৮ জনসহ জেলায় ২৪ জন করোনা পজেটিভ

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে আজ শনিবার ১৬মে ১৮৪ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ২৪ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। এছাড়া রামু’র ১ জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। বাকী ১৫৯ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার ১৬মে ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ২৪জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৬ জন, চকরিয়া উপজেলায় ৮ জন, পেকুয়া উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ৭ জন রোহিঙ্গা শরনার্থী ১জন বান্দারবানের লামা উপজেলায় ১জন।

এনিয়ে কক্সবাজার জেলায় শনিবার ১৬ মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৭৫ জন।

এরমধ্যে চকরিয়া উপজেলায় ৬০ জন, কক্সবাজার সদর উপজেলায় ৪১ জন, পেকুয়া উপজেলায় ২২ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ২২ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, রামু উপজেলায় ৪ জন, কুতুবদিয়া উপজেলায় ২ জন এবং রোহিঙ্গা শরনার্থী ৪ জন।

রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ এর স্ত্রী ছেনু আরা বেগম ৩০ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই মহিলা হচ্ছে, কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করা রোগী। ইতিমধ্যে মোট ৩৩ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পাঠকের মতামত: