ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়ায় অর্ধকোটি টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার: পিকআপ জব্ধ

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া ::

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় চিরিংগা হাইওয়ে পুলিশের অভিযানে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পাচারকাজে ব্যবহৃত পিকআপ গাড়ি নিয়ে হোসেন আলী(২৩) নামের গাড়ীর চালকসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ এ সময় ইয়াবা পাচারকাজে ব্যবহ্নত পিকআপ গাড়ি ঢাকা মেট্রো-ন-১৮-৩১২৬ জব্ধ করা হয়।ধৃত পাচারকারী হলেন,গাড়ী চালক যশোর জেলার কলাউড়া উপজেলার মাহমুদপুর এলাকার মো.আবদুল হামিদের পুত্র হোসেন আলী(২৩) ও একই জেলার কতোয়ালী উপজেলার রূপদিয়া এলাকার হিরু মোল্লার পুত্র সবুজ হোসেন(২৭)।৪জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বানিয়ারছড়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশ মহাসড়কের আমতলী পাড়া নামক এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাড়ী তল্লাসি চালিয়ে এসব ইয়াবাসহ পিকআপ গাড়ী জব্ধ করেন।

কক্সবাজারের মহাসড়কের চকরিয়া বানিয়ারছড়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট মো.নুরে আলম কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান,চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশ নিয়মিত টহলের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালের দিকে মহাসড়কে দায়িত্ব পালন করেছিল হাইওয়ে পুলিশের এস আই আনোয়ারসহ সঙ্গীয় পুলিশের একটি টিম।সকাল ৮টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি পিকআপ গাড়ীযোগে বড় ধরণের একটি ইয়াবা ট্যাবলেট চালানের গোপন সংবাদ পেয়ে নিজেই অবস্থান করে গাড়ী তল্লাসী করা হয়।ওই সময় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি পিকগাড়ী(ঢাকা মেট্রো-ন-১৮-৩১২৬)হাইওয়ে পুলিশ সিগন্যাল দিয়ে মহাসড়কের রাস্তার ধারে থামানো হয়।এ সময় পুলিশ গাড়ী তল্লাসী চালিয়ে বড়ির ভেতর থেকে সুকৌশলে রাখা ১৮হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ব্যবহ্নত ইয়াবা পাচার কাজে জড়িত গাড়ী জব্ধ করে চালকসহ গাড়ীতে থাকা অপর সহযোগীকে গ্রেপ্তার করে থানায় প্রেরণ করা হয়েছে।উদ্ধারকৃত ইয়াবা সমুহের যার আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা হতে পারে বলে জানান।এবং পাচারকাজে ব্যবহ্নত পিকআপ গাড়ীটি জব্ধ করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো:বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চিরিংগা হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ১৮হাজর পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে দুই যুবককে গ্রেপ্তার করে থানায় প্রেরণ করেন।পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম বাদী হয়ে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

পাঠকের মতামত: