ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চকরিয়ায় নিখোঁজের এক সপ্তাহ পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া ::

অপহরণের এক সপ্তাহ পর চকরিয়ার এক ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হেলাল উদ্দিন প্রকাশ মোক্তার (৪৩) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের (৫নং ওয়ার্ড) পশ্চিম মাইজ পাড়া গ্রামের আবদুর রহমানের পুত্র। সে পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ভোটার।

আজ বুধবার (১৯ ডিসেম্বর) বিকালে স্থানীয়দের দেয়া তথ্য মতে কাঠ ব্যবসায়ী মোক্তারের লাশ উদ্ধার করে। মোক্তার বিগত ১০-১৫ বছর ধরে পার্বত্য এলাকায় লাকড়ি ও কাঠের ব্যবসা করে আসছে। গত এক সপ্তাহ আগে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষং এলাকায় ব্যবসার কাজে গিয়ে নিখোঁজ হয়।

পরিবারের দাবী তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। পার্বত্য এলাকার একটি ব্রিক ফিল্ডে লাকড়ির কন্টাক্ট সংক্রান্ত বিষয় নিয়ে মোক্তারকে হত্যা করেছে দাবী নিহতের স্বজনদের। খবর নিয়ে জানা গেছে, গত ১২ ডিসেম্বর কাঠ ব্যবসার কাজে মোক্তার আলীক্ষ্যং এলাকায় যায়। ঐদিন পরিকল্পিত ভাবে অপহরণের শিকার হয় মোক্তার। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় অনেক খুঁজাখুঁজি করে স্বজনরা। কোথাও কোন সন্ধান না পেয়ে গত ১৭ ডিসেম্বর মোক্তারের বড় ভাই মোঃ কামাল উদ্দিন বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি ডায়েরী (নং- ৭২৮) করেন।

নিহতের বড় ভাই কামাল জানান, তার ছোট ভাই নিখোঁজ হওয়ার পর ০১৮৫৭৫৮১৫৪০ নাম্বার থেকে একটি কল এসে দেড় লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। পরে ১৪ ডিসেম্বর তাদের দেওয়া ০১৭৮২৪১০২৫২ নাম্বারে প্রাথমিক ভাবে ৮ হাজার টাকা বিকাশ করে। কিন্তু ফোন দাতারা মোক্তারের সাথে কোন প্রকার কথা বলিয়ে দিতে পারেনি। এরপর ওই নাম্বারটিও বন্ধ হয়ে যায়।

এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। নাইক্ষ্যংছড়ি থানার নিয়ন্ত্রণাধীন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) একেএম হাবিবুল ইসলাম চকরিয়া নিউজকে বলেন, বুধবার দুপুরে স্থানীয়রা অজ্ঞাত পরিচয়ের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর আলীক্ষ্যং ও বাইশারী পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান জেলা সদরে পাঠিয়েছে।

পাঠকের মতামত: