ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চকরিয়াসহ কক্সবাজারে ৮ থানায় নতুন ৮ ওসি

কক্সবাজার প্রতিনিধি:: গণবদলির পর এবার কক্সবাজার জেলার ৮ থানায় ওসি পদে ৮ পরিদর্শককে পদায়ন করা হয়েছে। নতুন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে তাদের নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করেন। আজ শনিবার দুপুরে তারা স্ব স্ব থানায় যোগদান করেছেন। গতকাল শুক্রবার পুলিশের সিনিয়র পরিদর্শক মর্যাদার ৮ কর্মকর্তা জেলা পুলিশে যোগদান করেন।

যোগদানকারী ওসিরা হলেন- শেখ মুনিরুল গিয়াস, কক্সবাজার সদর মডেল থানা; মোহাম্মদ হাফিজুর রহমান, টেকনাফ মডেল থানা; আহম্মদ মঞ্জুর মোরশেদ, উখিয়া থানা; মো. আবদুল হাই, মহেশখালী থানা; শাকের মোহাম্মদ জুবায়ের, চকরিয়া থানা; কে.এম আমিরুজ্জামান, রামু থানা; মো. সাইফুর রহমান মজুমদার, পেকুয়া থানা এবং মো. জালাল উদ্দিন, কুতুবদিয়া থানা।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের গত ২৪ সেপ্টেম্বর প্রশা/-২০২০(অংশ) ১১৮৫৩ (৬৪) নম্বর স্মারকে জারীকৃত পত্রের অনুবলে নতুন যোগদানকৃত ৮ ইন্সপেক্টরকে জেলার ৮ থানায় দায়িত্ব দেয়া হয়।

পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, কক্সবাজারের কনস্টেবল থেকে পুলিশ সুপার পর্যন্ত জেলা পুলিশের সকল জনবল বদলি করা হয়েছে। বদলি হওয়া মোট জনবলের সংখ্যা ১৪৮৭ জন। সমপরিমাণ জনবলও কক্সবাজার জেলা পুলিশে বদলি করা হয়েছে। তাদের অধিকাংশই ইতোমধ্যে জেলা পুলিশে যোগদান করেছেন। ৮ থানার পর পর্যায়ক্রমে জেলা পুলিশের গুরুত্বপূর্ণ পদ গুলোতে জেলায় বদলি হয়ে আসা কর্মকর্তাদের পদায়ন করা হবে।

গত ৩১ জুলাই টেকনাফের মেরিন ড্রাইভ রোডে পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশের ভাবমূর্তি উদ্ধারের অংশ হিসেবে পুলিশের এই রদবদল বলে মনে করছেন বিশ্লেষক মহল।

পাঠকের মতামত: