ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ার ৭ ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে “মাতামুহুরী উপজেলা”

নিজস্ব প্রতিবেদক ::

চকরিয়া উপজেলার ৭ ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে ‘মাতামুহুরী উপজেলা’ । স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব নুমেরী জামান কর্তৃক গত মঙ্গলবার ১১ জুন স্বাক্ষরিত ১৪৯.২০১৯-৪২৮ নম্বর স্মারকে জারীকৃত এক পরিপত্রে নতুন উপজেলা পরিষদ গঠনের নীতিমালা অনুযায়ী কক্সবাজারের জেলা প্রশাসককে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাতামুহুরি উপজেলা পরিষদ গঠনের প্রস্তাব প্রেরনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

মাতামুহুরি নামক নতুন উপজেলা গঠনের অনুরোধ সংক্রান্ত কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমের গত ২ মে’র প্রদত্ত আধা সরকারি পত্রটি এবং মন্ত্রীপরিষদ বিভাগের ২০০৪ সালের ২৪ অক্টোবরে ১৮৫ (২৫০) নম্বর স্মারকের পত্রটি সহ কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে প্রেরণ করা হয়েছে। জেলা প্রশাসকের কাছ থেকে বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাতামুহুরি উপজেলা গঠনের চুড়ান্ত প্রস্তাব গেলেই তা প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সংক্রান্ত জাতীয় কমিটির (নিকার) সভায় প্রথমে সেটি পাশ হবে। এরপর মন্ত্রীপরিষদের সভায় পাশ হয়ে জাতীয় সংসদে বিল আকারে উত্থাপিত হবে। জাতীয় সংসদে বিলটি পাশ হলেই সেটি রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গেজেট আকারে প্রকাশিত হয়ে মাতামুহুরি একটি পূর্ণাঙ্গ উপজেলা হিসাবে চুড়ান্ত রূপ লাভ করবে।

চকরিয়া উপজেলার যে ৭ টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত মাতামুহুরি উপজেলা গঠিত হচ্ছে সেগুলো হলো- শাহারবিল, পুর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, ভেওলা মানিকচর, ঢেমুশিয়া, বদরখালী ও কোনাখালী ইউনিয়ন পরিষদ। কক্সবাজার জেলায় বর্তমানে ৮ টি উপজেলা থাকায় প্রস্তাবিত মাতামুহুরি উপজেলা গঠিত হলে সেটি হবে জেলার নবম উপজেলা।

পাঠকের মতামত: