ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ার সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি, এসএসসির উত্তরপত্র পরিবর্তন

চকরিয়া নিউজ ডেস্ক ::

চকরিয়া কোরক বিদ্যাপীঠের এসএসসি পরীক্ষার্থী তাওরিন তাসনিয়া তাসফির ওএমআর শিট (উত্তরপত্র) পরিবর্তনের অভিযোগে অভিযুক্ত পিএমএস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাইছার লিটনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, তদন্ত কমিটির সুপারিশ এবং গত ৩০ মে বোর্ড চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। উল্লেখ্য, তাওরিনের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নৈর্ব্যক্তিকের ওএমআর শিট পাল্টে অপর পরীক্ষার্থীর ওএমআর শিট যুক্ত করে দেন অভিযুক্ত শিক্ষক। বোর্ডের তদন্ত কমিটির তদারকিতে বিষয়টি ধরা পড়ে এবং অভিযুক্ত শিক্ষক তা মৌখিক ও লিখিতভাবে কমিটির কাছে স্বীকার করেছেন বলে জানা গেছে।

পাঠকের মতামত: