ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

চকরিয়ার শওকত ওসমান, রামুর বেলালসহ ৪ সৌদি প্রবাসী ঘুম থেকে চিরঘুমে 

সৌদি আরব প্রতিনিধি ::
সৌদি আরবের রাজধানী রিয়াদ, পবিত্র নগর মক্কা ও জিজানে স্ট্রোক ও ঘুমন্ত অবস্থায় ৪ বাংলাদেশি রেমিটেন্সযোদ্ধার মৃত্যু হয়েছে।

প্রবাসী ফরহাদ হোসেন রেজা বলেন, বিশ্ব কাঁপানো মরণব্যধি করোনাভাইরাসের চেয়ে বেশি ভয়নক হচ্ছে আজকের অবরুদ্ধ ও গৃহবন্দী থাকা প্রবাসীদের মানসিক চিন্তা, অর্থ সংকট, অভাব অনটনে রুমে না খেয়ে পড়ে থাকে ও দেশ ও পরিবারের চিন্তায় প্রতিদিন প্রবাস মৃত্যু ও মৃত্যুর মিছিল গুনতে হচ্ছে।

গত ৭ এপ্রিল মঙ্গলবার মক্কা, রিয়াদ ও জিজান তিনজন ঘুমন্ত অবস্থায় ও একজন হঠাৎ স্ট্রোক করে মৃত্যু বরণ করেন।

সৌদি আরবের পবিত্র নগর মক্কা চারা মনচুর এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় আবুল হাসেম (৩৫) নামে এ রেমিটেন্সের মৃত্যু হয়।

তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন কেঁওচিয়া ইউনিয়নের আশেকের পাড়ার হাবিবুর রহমানের পুত্র।

মক্কা নগরীর মিসফাল্লাহ দাহালা রোড়ে নিজ বাসায় হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন মোঃ বেলাল উদ্দিন (৩২)।

তার বাড়ী কক্সবাজারের রামু উপজেলার উল্টাখালী ফকির বাবার কবর এলাকায়। তিনি ওই এলাকার হাজ্বী শাহ আলমের পুত্র।

রাজধানী রিয়াদ নগরের হারায়া নামক জায়গায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় জাহাঙ্গীর আলমের (৪২) মৃত্যু হয়।

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাড়ীকোটা গজারিয়ার ছিদ্দিকুর রহমানের পুত্র প্রবাসী জাহঙ্গীর।

জিজান শহরের নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা গেছেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঈদমনি গ্রামের বাসিন্দা শওকক ওসমান কাইছার (৪০)।

সৌদি পুলিশ এসে তাদের উদ্বার করে লাশ সরকারী হাসপাতালের মর্গে রেখেছে বলে জানা গেছে।

পাঠকের মতামত: