চকরিয়া উপজেলার লাল ব্রিজ হইতে পেকুয়াগামী সড়কে একটি চাঁদাবাজ চক্র চাঁদাবাজীতে মেতে উঠেছে। একটি ভূয়া পরিবহন শ্রমিকের নাম দিয়ে এ কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে ওই এলাকার সাধারণ গাড়ি চালকদের।
জানা গেছে, একটি শ্রমিক সংগঠেনর নামে একদল ইয়াবা ব্যবসায়ী, ডাকাত ও বিভিন্ন অপকর্মে জড়ির একদল চাঁদাবাজ চক্র ওই সড়কের টমটম, সিএনজি, মিউজিক, মালামাল পরিবহন বিভিন্ন গাড়ি থেকে প্রতিদিন চাঁদাবাজী করে আসছে। এমন অভিয়োগের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশ ওই স্থানে বার বার অভিযান চলালেও পুনরায় ওই চক্র সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে তাদের চাঁদাবাজী চালিয়ে যাচ্ছে।
কয়েকজন সাধারণ চালক অভিযোগ করেছেন, জামাল বলির পুত্র সুমন ও তার সহযোগি মন্নানের নেত্রত্বে ১০/১২ জনের একটি চাঁদাবাজ চক্র প্রতিদিন দৈনিক গাড়ি প্রতি ৩০/৫০ থেকে ১শ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে। টাকা দিতে অপারাগতা প্রকাশ করলে গাড়ি আটকে রেখে যাত্রীদের হয়রানী ও আটকে রাখে গাড়ির চাবী। সচেতন মহল এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ।
পাঠকের মতামত: