ঢাকা,সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

চকরিয়ার মালুমঘাটে নোহা চাপায় দুই মোটর সাইকেল আরোহী গুরুতর আহত।

নিজস্ব সংবাদদাতা ::
মহাসড়কের চকরিয়ার মালুমঘাটের আমতলীর টেক নামক স্থানে  আজ বুধবার দুপুর পৌনে ১২ টার দিকে কক্সবাজার মুখি পাজেরো চকরিয়া মুখি মোটর সাইকেলকে চাপা দিলে দুই আরোহী গুরুতর আহত হয়।স্থানীয় পথচারীরা তাদের উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে পাঠানো হয়েছে।তবে আহতদের পরিচয় জানা যাননি।অনেকেই তাদের বাড়ি ডুলাহাজারা বলে ধারণা করছে।ঘটনাস্থল থেকে সাংবাদিক  আনোয়ার হোছাইন,ঈদগাঁও ,কক্সবাজার ।

পাঠকের মতামত: