ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

চকরিয়ার ভরামুহুরী কালীমন্দিরে ধর্মসভা ও নামযজ্ঞানুষ্ঠানে মানুষের ঢল, বসেছে মেলা

sssসংবাদ বিজ্ঞপ্তি ঃ

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভরামুহুরীস্থ কেন্দ্রীয় কালীমন্দিরে চলছে তিনদিনব্যাপী মহতি ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান। গতকাল শনিবার উষালগ্নে শুরু হয়ে চলছে মহানামযজ্ঞানুষ্ঠান। এর আগে শুক্রবার দিনব্যাপী নানা আয়োজন ছাড়াও রাতে চলে মহতি ধর্মসভা। অনুষ্ঠানে হাজারো নারী-পুরুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে অনুষ্ঠানস্থল। প্রতিবছরের মতো তিনদিনব্যাপী এই অনুষ্ঠান উপলক্ষ্যে বসেছে মেলাও। অনুষ্ঠানে শুধু হিন্দু সম্প্রদায় নয়, মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরাও ভিড় করছে অনুষ্ঠানে। এতে সেই চিরচেনা আসম্প্রদায়িক মিলনমেলা বসেছে সেখানে। অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া পৌরমেয়র আলমগীর চৌধুরী ভরামুহুরী কালীমন্দির ভবনের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে যথাযথ সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

শুক্রবার রাতে অনুষ্ঠিত ধর্মসভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও জেলা অদ্বৈত-অচ্যুত মিশনের সভাপতি এম আর চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কক্সবাজারের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, চকরিয়ার হিন্দু সমাজের মধ্যমণি দানশীল ব্যক্তিত্ব ধর্মানুরাগী প্রবাসী রতন কুমার সুশীল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ ও সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম কালু, বাংলাদেশ জুয়েলারী সমিতির সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চকরিয়ার আহবায়ক রতন বরণ দাশ, চকরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ। ধর্মসভার প্রধান ধর্মীয় আলোচক ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজচিন্তক অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী। ধর্মীয় আলোচক শ্রী মনোরঞ্জন দেব বর্মণ। এছাড়া উপস্থিত ছিলেন ডা. জীবন বাঁশি দাশ, পিআইও অফিসের সহকারী বাবুল চৌধুরী (বাবলা), অরুণ দাশ, সুভাষ চৌধুরী, মেঘনাথ দাশ, বিশ্বাম্ভর সুশীল, যোগেশ দাশ, প্রিয়তোষ দাশ, ডা. রতন চৌধুরী, মাষ্টার মিলন কান্তি দাশ। মহোৎসব উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মধ্যে সভাপতি বিপব দাশগুপ্ত ছোটন, সাধারণ সম্পাদক প্রকাশ দাশ, অর্থ সম্পাদক বাসু দাশ ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উত্তম কুমার দে, পরেশ দাশগুপ্ত, মিলটন দাশ, ঝোটন দে, উৎপল দে, মিল্টন দাশ, সজীব কুমার সুশীল, প্রমল চৌধুরী, সুমন চৌধুরী, বিকাশ চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজীব দে, রনজয় দাশ (রক্তিম) জনি দে, রাজীব দাশ, রাসেল দাশ, সুজন দাশ (বাপ্পু), সুজন দাশগুপ্ত, পিপলু চৌধুরী, যশপ্রিয় দাশ যিশু, সম্রাট চৌধুরী, সুজন দাশ (নিঝুম), সুজন পাল, দোলন দাশগুপ্ত, মুকুল দাশ, রাজীব দাশ জীবন, অসীম দাশগুপ্ত, সুমন কর, আশীষ দে, পিকু দাশ, লিটন দাশ, গণেশ দাশ, সুজন সুশীল, সুজন কর, সনজয় দাশ অপু, অনুপ দাশ, নয়ন চৌধুরী, টিংকু দে প্রমূখ। ##

পাঠকের মতামত: