ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

নামাজে জানাযায় শোকাহত মানুষের ঢল

চকরিয়ার বরণ্য রাজনীতিবিদ নুরুল কাদের বিকম ভালোবাসা ও অশ্রুসজল বিদায়ে চিরনিদ্রায় শায়িত

এম.জিয়াবুল হক, চকরিয়া :: অবিভক্ত (চকরিয়া-পেকুয়া) চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম নুরুল কাদের (বি.কম) এর নামাজে জানাজা ২আগষ্ট সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন সাহারবিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রুহুল কুদুছ আনোয়ারী আল আজহারী।

অনুষ্ঠিত নামাজে জানাযায় আওয়ামীলীগ সহযোগি সংগঠনের কক্সবাজার জেলা, চকরিয়া উপজেলা, পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা, চকরিয়া পৌরসভা কমিটির সর্বস্তরের নেতাকর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী, আত্মীয় স্বজন ছাড়াও শোকাহত মানুষের ঢল নামে। উপস্থিত সর্বস্থরের মানুষের ভালোবাসা আর অশ্রুসজল বিদায়ে জানাযা শেষে বর্ষিয়ান রাজনীতিবিদ নুরুল কাদের বিকমকে গ্রামের এলাকায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

অনুষ্ঠিত নামাজে অংশনেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু. জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, মরহুমের ছোটভাই চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সাধারণ সম্পাদক চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা সেকান্দর বাদশা নাগু, জমির উদ্দিন মেম্বার, চকরিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্বাস উদ্দিন, বর্তমান কমিটির সাধারণ সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রসঙ্গত: চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ নুরুল কাদের আগেরদিন রোববার (১আগস্ট) দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ২মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

 

পাঠকের মতামত: