ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়ার ফাঁসিয়াখালী, কুতুবদিয়ার বড়ঘোপ ও টেকনাফের হ্নীলা ইউপি চেয়ারম্যানের শপথ

ইমাম খাইর, কক্সবাজার ::
কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ, চকরিয়ার ফাঁসিয়াখালী ও টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিন চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- বড়ঘোপ চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন চৌধুরী ছোটন, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী ও হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবন্তী রায়, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, কুতুবদিয়া উপজেলা পরিষদের চয়োরম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিতদের সরকারী দায়িত্ব পালনে কোন ধরণের শৈথিল্যতা প্রদর্শন না করার অনুরোধ করেন জেলা প্রশাসক। সেই সাথে সরকারী সেবাসমূহ জনগণের দূরগোড়ায় সঠিকভাবে পৌঁছিয়ে দেয়ার বিষয়ে সতর্ক থাকতে বলেন।

পাঠকের মতামত: