চকরিয়া অফিস:::
চকরিয়া উপজেলার ডুলাহাজারা পাগলির বিলছড়ার আশেপাশে এলাকার হঠাৎ করে দেবে যাচ্ছে। এনিয়ে এলাকার লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। গত ৭ ফেব্রুয়ারী গভীর রাতে হঠাৎ বিকট শব্দ হলে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ডুলাহাজারা ইউনিয়নের ভিলেজারপাড়া এলাকার লোকজন জানান, পাগলির বিলছড়ার এলাকার আশেপাশে রয়েছে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্কের বিশাল জায়গা। ডুলাহাজারা ইউনিয়নের প্রভাবশালী একটি সিন্ডিকেট প্রায় ২০টি ইঞ্জিন বসিয়ে ঐ ছড়া থেকে রাতদিন অবৈধভাবে বালু উত্তোলন করছেন। পাশাপাশি খুটাখালী বন বিটের আওতাধিন গর্জন গাছ গুলো কেটে বালি উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে পাঁচার করছেন। অব্যাহত বালু উত্তোলন ও বড়বড় মাদার ট্রি কেটে ফেলার কারণে মাটির ধারণ ক্ষমতা অনেকটা কমে যাচ্ছে। ফলে ঐ এলাকায় বিশাল জায়গার বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা যাচ্ছে। সর্বশেষ গত ৭ই ফেব্রুয়ারী গভীর রাতে হঠাৎ করে বিকট শব্দ হয়ে বিশাল এলাকা দেবে গেছে। মাটি দেবে যাওয়ায় আতঙ্ক দেখা দিয়ে এলাকাবাসির মাঝে। ##
পাঠকের মতামত: