ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ার নিজপানখালীতে দখল-হামলা-ভাংচুর, প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বার্তা পরিবেশক :: গত ১৩ মার্চ/২০২০ ইং তারিখে দৈনিক হিমছড়ি ও ১১মার্চ/অনলাইন পত্রিকা চকরিয়া২৪.কমসহ বিভিন্ন পত্রিকায় “চকরিয়ায় মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বসতভীটা জবর দখলে হামলা ও ভাংচুর” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন । আমি নিম্নসাক্ষরকারী প্রকাশিত ওই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকাশিত সংবাদে প্রতিপক্ষগন ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে ১১মার্চ সকাল সাড়ে ১১টার দিকে আকর্স্মিকভাবে হামলা, ভাংচুর ও লুটপাট করার কথা বলা হলেও তা আদৌ সত্য নয়। কিন্তু আবুল হাসেম প্রকাশ মনু গংয়ের বিরুদ্ধে জমি দখলের বিরোধ নিয়ে মামলা (অপর মামলা নং ৩১/২০১৭ইং, আদেশ নং ২৩, তারিখ ০৭/১১/২০১৯) মুলে জেলা জজ আদালত থেকে ডিগ্রী প্রাপ্ত হয়। নিজপানখালী মৌজার বিএস খতিয়ান নং ১৭৭, দাগ নং ৩১১, ৩৩২ ও ৩৩৩ দাগের ১০১ হরা বা প্রায় ৩৩.৬৭ শতক জমিতে শান্তিপূর্ণভাবে ভোগ দখলসহ বসবাস করে আসছে মোহাম্মদ ইসলাম গং। কিন্তু একই এলাকার আবুল হাসেম প্রকাশ মনু গংয়ের লোকজন দীর্ঘদিন ধরে আমাদের দখলে থাকা জমি থেকে প্রায় ৭শতক জমি জোরপূর্বক দখলে নিতে বাদী পক্ষকে হয়রানী করার জন্য মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে এসব সংবাদ প্রকাশ করে আসছে। তাই আমি উক্ত প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। প্রতিবাদকারী: মোহাম্মদ ইসলাম গং, পিতা: মৃত আজিজুর রহমান, সাং নিজপানখালী, ৭নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, কক্সবাজার।

পাঠকের মতামত: