ঢাকা,বুধবার, ৬ নভেম্বর ২০২৪

চকরিয়ার দানশীল ব্যক্তিরা এগিয়ে এলে সুবিধাবঞ্চিত অনাথ শিশুদের সুন্দর আগামী নিশ্চিত হবে -চেয়ারম্যান সাঈদী

এম.জিয়াবুল হক,চকরিয়া ::   চকরিয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘চকরিয়া যুব পরিষদের’ আয়োজনে সমাজের সুবিধা বঞ্চিত অনাথ পরিবারের পথশিশুদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন ঈদবস্ত্র বিতরণ ও পথশিশুদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে চকরিয়া পৌরশহরের অভিজাত রেস্তোরা রেডচিলির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘চকরিয়া যুব পরিষদের’ সভাপতি তানজিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান, চকরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টো, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাংগীর আলম বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেলিম সিকদার লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার চেয়ারম্যান ও চকরিয় উপজেলার আমজাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এসএমসি কমিটির সভাপতি সাইদুল হক চৌধুরী, পৌরসভার ৩নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাকিবুর রহমান কলিম,চকরিয়া যুব পরিষদের সাধারণ সম্পাদক আতাউল গনি পারভেজ, লক্ষ্যারচর ইউনিয়ন যুব পরিষদের সভাপতি অধ্যাপক মেহেদী হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের উন্নয়ন অগ্রগতির পাশাপাশি এতিম অনাথ পরিবারের শিশুদের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। সমাজ সেবা বিভাগের মাধ্যমে সরকার প্রতিটি এতিমখানায় পর্যাপ্ত পরিমাণ সবধরণের সহায়তা দিচ্ছেন। যাতে অনাথ পরিবারের এসব শিশু লেখাপড়ার পাশাপাশি একদিন সুন্দর আগামীর পথে এগিয়ে যেতে পারে।

তিনি বলেন, আমাদের সমাজের অনেকে আছেন বিপুল ধন সম্পদের মালিক। দানশীল বিত্তবান মানুষের সংখ্যা দিনদিন বাড়ছে। কিন্তু সবার ইচ্ছে করলে অনাথ পরিবারের এসব পথশিশুর পাশে দাঁড়াতে পারেনা। তাদের পাশে দাঁড়াতে গেলে একটি সুন্দর মন থাকতে হবে। সহযোগিতার মানসিকতা থাকতে হবে। পবিত্র কোরানে আছে, অনাথ শিশুদের পাশে থাকলে আল্লাহ পাক সেই ব্যক্তিকেও পাশে রাখেন। আশাকরি এখন থেকে সমাজের বিত্তবান দানশীল নাগরিকরা এসব পথশিশুদের আগলে রাখবেন। তাদেরকে নতুনদিনের স্বপ্ন দেখাবেন।

উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, দুনিয়াতে থেকে আল্লাহ পাকের সন্তোষ্টি অর্জন করতে হলে আমাদেরকে সকল ভালো কাজের সঙ্গে থাকতে হবে। সেই ভালো কাজের একটি অনাথ শিশুদের পাশে থাকা, তাদের খবরা-খবর নেয়া। সবাই আসুন আমরা সমাজের সুবিধাবঞ্চিত এসব অনাথ পরিবারের শিশুদের জন্য সুন্দর আগামী নিশ্চিত করি। সেইজন্য চকরিয়া উপজেলার সর্বস্তরের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসতে আহবান জানাচ্ছি। ##

পাঠকের মতামত: