ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ার দাদা ভাই খ্যাত মোঃ ওসমান আলী খানকে আটক করেছে র‌্যাব-১৫

স্টাফ রিপোর্টার, চকরিয়া :: কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার নিরিবিলি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে দাদা ভাই খ্যাত একজন সাজাপ্রাপ্ত  আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

অদ্য ৩১/০৩/২০২৩ তারিখ আনুমানিক ০৫.৩০ ঘটিকায় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন পৌরসভার ০৩ নং ওয়ার্ডস্থ নিরিবিলি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামী মোঃ ওসমান আলী খান (৪৩), পিতা- মৃত বাহাদুর মিয়া, সাং-রুস্তম আলী চৌধুরী পাড়া, ০৪ নং ওয়ার্ড, লক্ষ্যাচর, থানা- চকরিয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, ধৃত আসামী ওসমান এর বিরুদ্ধে কক্সবাজার চকরিয়া থানায় বিজ্ঞ আদালতের সি আর মামলা নং ৬০৮/২০২০(সদর) ধারা ৪২০ পেনাল কোড এর সাজা পরোয়ানা মুলতুবী রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে উপরোক্ত মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: