সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি :::
মাদ্রাসা ছুটির পর অবশেষে বাড়ি ফেরা হলনা ৯ বছরের শিশু শিক্ষার্থী শোয়াইবুল আলমের। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ফুলছড়ি গেইটে রোববার দুপুর ১২ টার সময় পিকআপের ধাক্কায় গুরুত্বর আহত হয়ে ১৫ ঘন্টা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৪ অক্টোবর সোমবার ভোররাত সাড়ে ৩ টার সময় সে মৃত্যুর কুলে ঢলে পড়ে। শোয়াইব চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফুলছড়ি শিয়াপাড়া গ্রামের মৃত শামসুল আলমের পুত্র এবং আলফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। শোয়াইবের মৃত্যুতে তার শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, শোয়াইব গতকাল রবিবার দুপুর ১২ টার সময় মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিলেন। এসময় মহাসড়কের ফুলছড়ি গেইট এলাকায় রাস্তা পারাপার হতে গিয়ে চকরিয়াগামী পিক-আপ (যার নং চট্টমেট্রো ন-১১-৪৩৬৯) তাকে স্বজুরে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে গুরুত্বর আহত হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে দীর্ঘ ১৫ ঘন্টা চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোররাত সাড়ে ৩ টার সময় তার মৃত্যু হয়। একইদিন সকাল সাড়ে ১১ টায় তার নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। স্থানীয় ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত: