ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়ার কৈয়ারবিলে ফুটন্ত গোলাপ শর্টবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চকরিয়া:

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে ফুটন্ত গোলাপ সংগঠনের উদ্যোগে শর্টবার অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে কৈয়ারবিল হাসপাতালের পাশের মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের (ডিএফএ) সভাপতি চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলুল করিম সাঈদী বলেন, আওয়ামীলীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় আসীন হন তখনই জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশের প্রতিটি জনপদে ক্রীড়াঙ্গন উজ্জেবিত হয়। সকল ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি আওয়ামীলীগ সরকারের আমলে ক্রীড়াঙ্গনের আমুল পরিবর্তন ঘটে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বর্তমান সরকার খেলাধুলার মান্নোয়নে সম্ভব সব ধরণের সহায়তা দিচ্ছে। বর্তমানে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সরকার খেলাধুলার উপকরণ দিচ্ছেন।

তিনি বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা লেখাপড়ার মাধ্যমে শিক্ষার্থীদেরকে মেধাবী জনসম্পদে পরিণত করতে কাজ করছে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে সমানভাবে কাজ করছে।

কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর আলম সিকদারের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের মেম্বার জহিরুল ইসলাম রাসেল, সাবেক মেম্বার শরাফত উল্লাহ, সমাজ সেবক এডভোকেট জাহেদুল ইসলাম, সেলিম নেওয়াজ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল, সংগঠক আবু রাশেদ, টুর্নামেন্ট কমিটির সভাপতি সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান। #

পাঠকের মতামত: