ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

চকরিয়ার অলিশাহ বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

াাাচকরিয়া অফিস:

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের অলিশাহ বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফ্রেবুয়ারী অলিশাহ্ বাজারস্থ বঙ্গবন্ধু পরিষদের হলরুমে সদস্যদের ব্যালেটের মাধ্যমে সভাপতি হিসেবে তোফাজ্জল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক, ক্যাশিয়ার পদে ডা: জাহাঙ্গীর আলম ও সহ সাধারণ সম্পাদক পদে আবু মো: নোমান নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি পদে ডা: ললিত মোহন দাশ, সদস্য রনি দাশ বিনাপ্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন। ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্বপালন করেন ডা: হোসেন আহমদ। রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার কফিল উদ্দিন ও রশিদ আহমদ চৌধুরী ঊচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার মো: খোকন। বাজারের সুষ্ঠ নির্বাচন পরিবেশ ও সুশৃংখলা রক্ষার্থে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ গুলো যথাযথ ভুমিকা পালন করেন। ভোট গণনা শেষে চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, অত্রবাজার উন্নয়ন ও আইন শৃংখলা রক্ষার্থে তিনি সর্বাদা সচেষ্ঠা থাকবেন এবং পরিচালনা কমিটিকে সার্বিক সহযোগিতা করে যাবেন। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য যথাক্রমে হান্নান হোসেন চৌধূরী, শাহাব উদ্দিন, আলমগীর কবির রাজু ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব মোক্তার আহমদ ও সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল ইসলামসহ বিভিন্নস্থরের লোকজন। ##

 ################

 খুটাখালী আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদের ইন্তেকাল বিভিন্নমহলের শোক

 চকরিয়া অফিস:

চকরিয়া খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের ৯নং ওয়ার্ড শাখার সভাপতি হারুনুর রশিদের নামাজে জানাজা গতকাল সকাল ১০টায় খুটাখালী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবাকি কবরস্থানে সমাহিত করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জলাতঙ্ক রোগে ভুগছিলেন। শুক্রবার রাত ৮টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার জানাজায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বেলাল আজাদ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এদিকে আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদের মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক। নেতৃবৃন্দরা শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পাঠকের মতামত: